হোম > অর্থনীতি > শেয়ারবাজার

বিনিয়োগকারীদের পুঁজি কমল ২,৭৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রভাব বিরাজ করছে পুঁজিবাজারেও। এতে গত সপ্তাহে পতন দেখা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। সপ্তাহটিতে বিনিয়োগকারীরা মূলধন হারিয়েছেন ২ হাজার ৭৫০ কোটি টাকা। 

সদ্য শেষ হওয়া সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৭২ হাজার ৪৯১ কোটি ৫৫ লাখ ৭৪ হাজার ২৫৫ টাকায়, যা আগের সপ্তাহের শেষ দিনে ছিল ৭ লাখ ৭৫ হাজার ২৪২ কোটি ৫১ লাখ ৫২ হাজার ২২৪ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বা বিনিয়োগকারীদের পুঁজি কমেছে ২ হাজার ৭৫০ কোটি ৯৫ লাখ ৭৭ হাজার ৯৬০ টাকা। 

সপ্তাহটিতে লেনদেন হয়েছে ২ হাজার ২ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা আগের সপ্তাহে ছিল ২ হাজার ১৭৫ কোটি ২৭ লাখ টাকা। অর্থাৎ লেনদেন কমেছে ১৭৩ কোটি ১৭ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৭৮টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত ছিল ২১৫টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৩৩ পয়েন্টে।

মন্দা পুঁজিবাজারেও দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে একশ্রেণির বিনিয়োগকারীদের কাছে ফু-ওয়াং সিরামিকের শেয়ার পছন্দের শীর্ষে ছিল। মাত্র পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে প্রায় ২৮ শতাংশ। 

গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২৭ দশমিক ৫৯ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৪ টাকা ৮০ পয়সা। 

পুঁজিবাজারে বিনিয়োগে হাজার কোটি টাকা ঋণ পেল আইসিবি, শেয়ার কেনা শুরু

কমোডিটি মার্কেটের উন্নয়নে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার

বাজার মূলধন কমল প্রায় ৬ হাজার কোটি টাকা

এসিআইয়ের ৫ লাখ শেয়ার কিনবেন চেয়ারম্যান আনিস-উদ-দৌলা

কোম্পানি লোকসানে, তবু শেয়ারের লেনদেন

এক টাকার নিচের শেয়ার লেনদেনে নতুন নিয়ম

মিউচুয়াল ফান্ডের অনিয়মে ৯ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৯ কোটি ২১ লাখ টাকা জরিমানা

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত আজীবন নিষিদ্ধ

থাকছে না ৫৬৯০ কোটির বাজার

উৎকণ্ঠায় শেয়ারে বিনিয়োগকারীরা