হোম > অর্থনীতি > শেয়ারবাজার

ডিএসইর নতুন সিটিও আসিফুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন সিটিও ড. মো. আসিফুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. আসিফুর রহমান।

আজ বুধবার তিনি ডিএসইতে যোগ দেন বলে জানিয়েছেন সংস্থাটির প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান।

কারিগরি ত্রুটির কারণে ডিএসইতে লেনদেন বিঘ্নের ঘটনায় ২০২২ সালের ৩১ অক্টোবর ৮৪৩তম কমিশন সভায় তৎকালীন সিটিও মো. জিয়াউল করিমকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এরপর থেকে ভারপ্রাপ্ত সিটিও দিয়ে চলছিল কার্যক্রম।

ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান বলেন, ড. আসিফুর রহমান দেশি-বিদেশি বিভিন্ন স্বনামধন্য করপোরেট প্রতিষ্ঠানে প্রযুক্তিবিষয়ক অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিত্ব। ডিএসইর পরিচালনা পর্ষদ তাঁকে সিটিও হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি কাজে যোগদান করেছেন।

ডিএসইতে যোগদানের বিষয়ে জানতে চাওয়া হলে আসিফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এটি দেশের প্রধান স্টক এক্সচেঞ্জ। ফাইন্যান্সিয়াল খাতের লাইফলাইন বলা যায়। আমার জন্য এক্সচেঞ্জটির সিটিও হওয়া একটা সুযোগ। খুবই ভালো লাগছে।’

এক্সচেঞ্জের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির প্রত্যয় জানিয়ে আসিফুর রহমান বলেন, ‘আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। বাজারকে ইতিবাচক ধারায় নিয়ে আসা, নতুন পণ্য আনা বা পণ্য বৈচিত্র্যকরণের ক্ষেত্রে কাঠামোগত প্রস্তুতি রাখা ইত্যাদি। সবার সহযোগিতায় আমরা সেদিকে যেতে চাই।’

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম ব্যাচের ছাত্র আসিফুর রহমান। ১৯৯৪ সালে তিনি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। এরপর জাপানের কিউশ্যু বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন তিনি।

বিভিন্ন দেশি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি বিভাগে দীর্ঘদিন সফলতার সঙ্গে কাজ করেন আসিফুর রহমান। তিনি ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত আশা ইন্টারন্যাশনাল গ্রুপ পিএলসির সিটিও হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত জাপানের স্মার্ট সার্ভিস টেকনোলজিস কোম্পানি লিমিটেডের ওভারসিজ অপারেশনসের হেড হিসেবে দায়িত্ব পালন করেন।

দায়িত্ব পালনকালে আটটি কোম্পানি এবং অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, মিয়ানমার ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারত্ব তৈরি করেন তিনি।

এ ছাড়া ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত জাপানের কিউশ্যু বিশ্ববিদ্যালয়ের সিস্টেম এলএসআই রিসার্স সেন্টারের রিসার্চ ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন আসিফুর রহমান।

বৈচিত্র্যময় কর্মজীবনে আশা ও আশা ইন্টারন্যাশনালে ডিরেক্টর আইটি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে সহযোগী অধ্যাপক, যুক্তরাষ্ট্রের অ্যানজেলনেট টেকনোলজিস আইএনসির ঢাকা অফিসের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন আসিফুর রহমান।

এ ছাড়া বিশ্বব্যাংকের ইট্যাক ডেটা কম্পিউটারাইজেশন প্রজেক্টের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার ও এফএও আন্দ্রে মায়ার ফেলোশিপ প্রজেক্টের কম্পিউটার কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

বিনিয়োগকারীদের ১০১ কোটি শেয়ার শূন্য হচ্ছে

গোল্ডেন হারভেস্টের দুই পরিচালকের ১ কোটি শেয়ার হস্তান্তর বাতিল

পুঁজিবাজারে বিদ্যুৎ খাতের কোম্পানি: সরকারি চুক্তির অনিশ্চয়তা বাড়াচ্ছে বিনিয়োগ ঝুঁকি

পুঁজিবাজারে বিনিয়োগে হাজার কোটি টাকা ঋণ পেল আইসিবি, শেয়ার কেনা শুরু

কমোডিটি মার্কেটের উন্নয়নে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার

বাজার মূলধন কমল প্রায় ৬ হাজার কোটি টাকা

এসিআইয়ের ৫ লাখ শেয়ার কিনবেন চেয়ারম্যান আনিস-উদ-দৌলা

কোম্পানি লোকসানে, তবু শেয়ারের লেনদেন

এক টাকার নিচের শেয়ার লেনদেনে নতুন নিয়ম

মিউচুয়াল ফান্ডের অনিয়মে ৯ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৯ কোটি ২১ লাখ টাকা জরিমানা