হোম > অর্থনীতি > শেয়ারবাজার

অলস থাকবে না লভ্যাংশের টাকা

আসাদুজ্জামান নূর, ঢাকা 

বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগে লভ্যাংশের টাকা তিন মাস অলস পড়ে থাকায় কোম্পানির চলতি মূলধন সংকুচিত হয়—এ সমস্যা দূর করতে নতুন নিয়ম আনছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এখন থেকে কোম্পানিগুলো ঘোষণার পরপরই লভ্যাংশের টাকা ব্যবহার করতে পারবে। তবে এজিএমের ঠিক এক দিন আগে তা আলাদা ব্যাংক হিসাবে জমা দিতে হবে।

আগে লভ্যাংশের টাকা ঘোষণা দিয়ে ১০ দিনের মধ্যে ব্যাংকে জমা দিলেও তা তিন মাস ব্যবহার করা যেত না। এখন বিএসইসির সিদ্ধান্তে কোম্পানিগুলো এ সময়ে ওই টাকা ব্যবহার করতে পারবে। শুধু এজিএমের আগের দিন তা আলাদা ব্যাংক হিসাবে জমা দিয়ে সনদসহ এক্সচেঞ্জ ও এজিএমে জানাতে হবে। অনুমোদনের চেয়ে কম লভ্যাংশ হলে বাকি টাকা কোম্পানি ফেরত নিতে পারবে।

অন্তর্বর্তী লভ্যাংশের ক্ষেত্রে, রেকর্ড ডেটের ১৫ দিনের মধ্যে অর্থ আলাদা হিসাবে রাখতে হবে। বিএসইসির মুখপাত্র আবুল কালাম বলেন, ‘যৌক্তিকতা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে দীর্ঘদিন টাকা অলস ফেলে রাখতে হবে না।’

২০২৩ সালের অক্টোবরে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সংগঠন বিএপিএলসি প্রস্তাব দিয়েছিল, লভ্যাংশের টাকা এজিএমের পর জমা দেওয়ার। তবে কমিশন তা এজিএমের আগেই রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ প্রসঙ্গে আবুল কালাম বলেন, ‘এজিএমের পর যদি কেউ টাকা না দেয়, তাহলে ব্যবস্থা নেওয়ার ভিত্তিটাই থাকবে না।’

বিএপিএলসির মহাসচিব আমজাদ হোসেন বলেন, ‘লভ্যাংশের পরিমাণ অনেক সময় শত শত কোটি টাকা হয়। তিন মাস পড়ে থাকলে মূলধন সংকুচিত হয়।’

তবে মিডওয়ে সিকিউরিটিজের এমডি আশেকুর রহমান এ সিদ্ধান্তকে বিতর্কিত বলছেন।

পুঁজিবাজারে বিনিয়োগে হাজার কোটি টাকা ঋণ পেল আইসিবি, শেয়ার কেনা শুরু

কমোডিটি মার্কেটের উন্নয়নে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার

বাজার মূলধন কমল প্রায় ৬ হাজার কোটি টাকা

এসিআইয়ের ৫ লাখ শেয়ার কিনবেন চেয়ারম্যান আনিস-উদ-দৌলা

কোম্পানি লোকসানে, তবু শেয়ারের লেনদেন

এক টাকার নিচের শেয়ার লেনদেনে নতুন নিয়ম

মিউচুয়াল ফান্ডের অনিয়মে ৯ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৯ কোটি ২১ লাখ টাকা জরিমানা

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত আজীবন নিষিদ্ধ

থাকছে না ৫৬৯০ কোটির বাজার

উৎকণ্ঠায় শেয়ারে বিনিয়োগকারীরা