হোম > অর্থনীতি > শেয়ারবাজার

পুঁজিবাজার: অস্থিরতার মধ্যেও মূলধন বাড়ল ২ হাজার কোটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় গত সপ্তাহে দেশের পুঁজিবাজারে দরপতন হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বাড়ার তুলনায় দ্বিগুণের বেশি কোম্পানির দরপতনে কমেছে মূল্যসূচক। কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও। তবে এই অনিশ্চয়তার বাজারেও মূলধন যোগ হয়েছে প্রায় ২ হাজার কোটি টাকা।

সপ্তাহটিতে আলোচনায় ছিল ২৮ অক্টোবর আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ। এর সঙ্গে যুক্ত হয় জামায়াতের সমাবেশ। সবকিছু মিলেই রাজনৈতিক একটি অস্থিরতা সৃষ্টির আশঙ্কা সৃষ্টি হয়। ফলে বিনিয়োগকারীদের একটি অংশ পরিস্থিতি পর্যবেক্ষণে চলে যান। এর প্রভাবে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সব কটি মূল্যসূচক কমার পাশাপাশি লেনদেনে ভাটা পড়ে। 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক দিন ছুটি থাকায় সপ্তাহটিতে লেনদেন হয়েছে চার দিন। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১৩ দশমিক ১৮ পয়েন্ট বা দশমিক ২১ শতাংশ। 

সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮৪ হাজার ৬৮ কোটি টাকায়, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭ লাখ ৮২ হাজার ১৩২ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৯৩৬ কোটি টাকা বা দশমিক ২৫ শতাংশ।

সূচক কমার পাশাপাশি লেনদেনের পরিমাণও কমেছে। সপ্তাহজুড়ে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৮৩৫ কোটি ৩০ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয় ২ হাজার ৫০২ কোটি ৭৯ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৬৬৭ কোটি ৪৯ লাখ টাকা বা ২৬ দশমিক ৬৭ শতাংশ।

পুঁজিবাজারে বিনিয়োগে হাজার কোটি টাকা ঋণ পেল আইসিবি, শেয়ার কেনা শুরু

কমোডিটি মার্কেটের উন্নয়নে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার

বাজার মূলধন কমল প্রায় ৬ হাজার কোটি টাকা

এসিআইয়ের ৫ লাখ শেয়ার কিনবেন চেয়ারম্যান আনিস-উদ-দৌলা

কোম্পানি লোকসানে, তবু শেয়ারের লেনদেন

এক টাকার নিচের শেয়ার লেনদেনে নতুন নিয়ম

মিউচুয়াল ফান্ডের অনিয়মে ৯ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৯ কোটি ২১ লাখ টাকা জরিমানা

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত আজীবন নিষিদ্ধ

থাকছে না ৫৬৯০ কোটির বাজার

উৎকণ্ঠায় শেয়ারে বিনিয়োগকারীরা