হোম > অর্থনীতি > শেয়ারবাজার

মার্জিন রুলস ও মিউচুয়াল ফান্ড নীতি সংস্কারের সুপারিশ

আজকের পত্রিকা ডেস্ক­

শেয়ারবাজার সংস্কারে গঠিত পাঁচ সদস্যের টাস্কফোর্স তাদের প্রথম দফার সুপারিশ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে জমা দিয়েছে। ছবি: আজকের পত্রিকা

পরিবর্তিত পরিস্থিতিতে শেয়ারবাজার সংস্কারে গঠিত পাঁচ সদস্যের টাস্কফোর্স তাদের প্রথম দফার সুপারিশ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে জমা দিয়েছে। এতে মিউচুয়াল ফান্ড বিধিমালা, ২০০১ এবং মার্জিন রুলস, ১৯৯৯ যুগোপযোগী করার প্রস্তাব দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিএসইসির জনসংযোগ কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং তিন কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর ও ফারজানা লালারুখের উপস্থিতিতে শেয়ারবাজার সম্পর্কিত টাস্কফোর্সের এই সুপারিশ হস্তান্তর করা হয়।

এ সময় টাস্কফোর্সের পাঁচ সদস্য—ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন, বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (বিয়াক) প্রধান নির্বাহী কর্মকর্তা কে এ এম মাজেদুর রহমান, হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোংয়ের সিনিয়র অংশীদার এ এফ এম নেসার উদ্দীন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন উপস্থিত ছিলেন।

টাস্কফোর্স সদস্যদের মতে, শেয়ারবাজার সংস্কারে তাঁরা মোট ১৭টি কার্যপরিধির ওপর কাজ করছেন। প্রথম ধাপ তাঁরা জমা দিয়েছেন। পর্যায়ক্রমে আরও সুপারিশ আসবে। সংস্কারমূলক এই সুপারিশ বাস্তবায়ন হলে শেয়ারবাজার গতিশীল হবে। সুপারিশ গ্রহণ করার পর কমিশনও প্রতিক্রিয়ায় বলেছে, টাস্কফোর্সের সুপারিশ বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেবে বিএসইসি। পর্যালোচনা ও পরিকল্পনার মাধ্যমে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সংস্কার কার্যক্রম নেওয়া হবে। শেয়ারবাজারের টেকসই উন্নয়নে এসব পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খোঁজ নিয়ে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথম ধাপে স্বল্প মেয়াদে বাস্তবায়নযোগ্য সুপারিশ দেওয়া হয়েছে। এতে মার্জিন ঋণব্যবস্থার আধুনিকীকরণ ও মিউচুয়াল ফান্ডসংক্রান্ত নতুন নীতির প্রস্তাব রয়েছে। গ্রাহকের ঝুঁকি গ্রহণ সক্ষমতার ভিত্তিতে মার্জিন ঋণ দেওয়ার সুপারিশ করা হয়েছে। ঋণের সুদহার নির্ধারিত হবে ঋণদাতা ও ঋণগ্রহীতার সমঝোতার ভিত্তিতে। পোর্টফোলিওতে সুদহার উল্লেখ থাকবে। ফোর্সড সেল বন্ধে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ নিষিদ্ধ করার প্রস্তাবও রয়েছে। এ বিষয়ে আজকের পত্রিকা গত ২৯ জানুয়ারি প্রতিবেদনও প্রকাশ করেছিল।

গত বছরের ৭ অক্টোবর বিএসইসি শেয়ারবাজার উন্নয়ন ও সুশাসন নিশ্চিতে পাঁচ সদস্যের টাস্কফোর্স গঠন করে। পরবর্তীকালে তাদের পরামর্শে শেয়ারবাজার সংস্কার ফোকাস গ্রুপ গঠন করা হয়। বিএসইসির লক্ষ্য আন্তর্জাতিক মানের সুশাসন প্রতিষ্ঠা, তালিকাভুক্ত কোম্পানির স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা।

পুঁজিবাজারে বিনিয়োগে হাজার কোটি টাকা ঋণ পেল আইসিবি, শেয়ার কেনা শুরু

কমোডিটি মার্কেটের উন্নয়নে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার

বাজার মূলধন কমল প্রায় ৬ হাজার কোটি টাকা

এসিআইয়ের ৫ লাখ শেয়ার কিনবেন চেয়ারম্যান আনিস-উদ-দৌলা

কোম্পানি লোকসানে, তবু শেয়ারের লেনদেন

এক টাকার নিচের শেয়ার লেনদেনে নতুন নিয়ম

মিউচুয়াল ফান্ডের অনিয়মে ৯ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৯ কোটি ২১ লাখ টাকা জরিমানা

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত আজীবন নিষিদ্ধ

থাকছে না ৫৬৯০ কোটির বাজার

উৎকণ্ঠায় শেয়ারে বিনিয়োগকারীরা