হোম > অর্থনীতি > করপোরেট

মেকআপ আর্টিস্টদের কর্মশালায় বিশ্বখ্যাত কেনেডি হফম্যান

ঢাকায় মেকআপ আর্টিস্টদের কর্মশালায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন বিশ্বখ্যাত কেনেডি হফম্যান। গত শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ব্লেইজ ও স্কিন মেকআপ ট্রেনিং ফেস্টিভ্যাল বাই কেনেডি হফম্যান’ নামের ওই অনুষ্ঠানে যোগ দেন ব্রাজিলিয়ান এই মেকআপ আর্টিস্ট। 

ঢাকায় প্রথমবারের মতো আয়োজিত মেকআপ কর্মশালা উৎসবের পৃষ্ঠপোষক ছিল আমেরিকান কসমেটিকস ব্র্যান্ড ‘ব্লেইজ্ ও স্কিন’। পাশাপাশি স্কিন কেয়ার ব্র্যান্ড সিওডিল ও হারল্যান ছিল সহযোগী পৃষ্ঠপোষক। মেকআপ প্রশিক্ষণ উৎসবের পাশাপাশি ব্লেইজ্ ও স্কিনের দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন ছিল দর্শকদের আগ্রহের শীর্ষে। একই সঙ্গে হারল্যান এবং সিওডিলের প্রোডাক্টও শোভা পায় প্যাভিলিয়নে। 

সংশ্লিষ্টরা জানান, ‘ব্লেইজ্ ও স্কিন’ একটি যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড। এই ব্র্যান্ডে স্কিনকেয়ার ও বডি কেয়ারের ১৫টি প্রোডাক্ট রয়েছে। ফেস স্ক্রাব, বডি ক্রিস্টাল, বডি জেলি, বডি লোশন, শাওয়ার জেল, ফেস ক্রিম, ফেস মাস্কসহ নানা প্রোডাক্ট নিয়ে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করেছে ব্লেইজ্ ও স্কিন। 

অনুষ্ঠানের শুরুতেই কেনেডি হফম্যান সবাইকে ধন্যবাদ জানিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে মেকআপ বিষয়ক কর্মশালা পরিচালনা করেন। কর্মশালায় অংশ নেওয়া বাংলাদেশের অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বলেন, ‘এখানে মেকআপ নিয়ে অনেক ধরনের কথা হয়েছে। নতুন কিছু জানতে পেরেছি। আমার ব্র্যান্ড হারল্যানের আমন্ত্রণে এখানে অংশ নিয়েছি। এখানে খুবই ভালো লেগেছে।’ 

আরেক অভিনেত্রী নুসরাত ফারিয়া জানান, তিনি বেশ উচ্ছ্বসিত এই আয়োজন দেখে। তিনি বলেন, ‘এখানে ব্লেইজ্ ও স্কিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অংশ নিয়েছি। এমন কর্মশালার আয়োজনে আমাদের দেশের মেকআপের ধারণা ও স্কিল আরও সমৃদ্ধ হবে।’ 

মেকআপ আর্টিস্ট সাহিদা আহসান বলেন, ‘এই মেকআপ ট্রেনিং ফেস্টিভ্যালে কেনেডি হফম্যান উপস্থাপন করেছেন আধুনিক সব মেকআপের ট্রেন্ড এবং ট্রিকস। পাশাপাশি দেশীয় মেকআপ আর্টিস্টরা আন্তর্জাতিকমানের মেকআপ কৌশল ও বিউটি ট্রেন্ড সম্পর্কে নতুন ধারণা পেয়েছেন।’

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত