হোম > অর্থনীতি > করপোরেট

অ্যাপাচি আরটিআর ১৬০ টুভি সিরিজের নতুন মোটরসাইকেল আনল টিভিএস

মোটরসাইকেল নির্মাতা কোম্পানি টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড দেশের বাজারে নিয়ে এসেছে অ্যাপাচি আরটিআর ১৬০ টুভি সিরিজের এবিএস মডেলের মোটরবাইক। নতুন প্রজন্মের এবিএস প্রযুক্তিসমৃদ্ধ এই বাইকে যুক্ত করা হয়েছে রেসে ট্র্যাকে ব্যবহৃত বিশেষ অ্যালগোরিদম, যা মোড় ঘোরানোর সময়ে ন্যূনতম গতি কমিয়ে চালককে প্রদান করে কর্নারিং সুবিধা। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মোটরবাইক লঞ্চিং ইভেন্টের শুভ উদ্বোধন করেন টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হোসেন। অনুষ্ঠানে এ ছাড়াও উপস্থিত ছিলেন টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের সিইও বিপ্লব কুমার রায়, হেড অব ফিন্যান্স সহদেব কুমার দাস এফসিএ, ডিজিএম মার্কেটিং মো. আশরাফুল হাসান, ন্যাশনাল সেলস ম্যানেজার আতিকুর রহমানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।  

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে টিভিএস মোটর কোম্পানির আন্তর্জাতিক ব্যবসা বিভাগের ভাইস প্রেসিডেন্ট রাহুল নায়াক বলেন, ‘আমরা অ্যাপাচি আরটিআর ১৬০ টুভি সিরিজে এবিএস যুক্ত করতে পেরে আনন্দিত। চালকেরা এখন বাড়তি নিরাপত্তা নিশ্চিতপূর্বক অ্যাপাচি আরটিআর ১৬০ টুভির শক্তিশালী ইঞ্জিনের রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে পারবে। বাংলাদেশ সত্যিই আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার, যেখানে সেরা প্রযুক্তির ইঞ্জিন, ব্রেকিং সিস্টেম ও আকর্ষণীয় ডিজাইনের মোটরসাইকেল প্রদানে আমরা বদ্ধপরিকর।’ 
 
টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জে. একরাম হোসেন বলেন, ‘দেশের মোটরসাইকেলপ্রেমীদের কাছে অ্যাপাচি আরটিআর ১৬০ টুভি মডেলটি আক্রমণাত্মক ও আকর্ষণীয় ডিজাইনের খুবই পছন্দের একটি মোটরসাইকেল। এবিএস সংযোজন করায় মোটরসাইকেলটি হবে আরও নিরাপদ ও নির্ভরযোগ্য। আকর্ষণীয় সব ফিচার, গঠনশৈলী, পারফরমেন্স এবং সর্বশেষ এবিএস সংযোজনের মাধ্যমে অ্যাপাচি আরটিআর সিরিজের এই বাইক বাংলাদেশের বাজারে আরেকটি জনপ্রিয় মোটরসাইকেল হয়ে উঠবে।’ 

এই মোটরসাইকেলে রয়েছে ১৫৯.৭ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, ৪ স্ট্রোক, এয়ার কুলড, ২টি ভাল্বসমৃদ্ধ ইঞ্জিন, যা কিনা ৮৫০০ আরপিএম-এ ১৫.২ ব্রেক হর্স পাওয়ার ও ৬০০০ আরপিএম-এ ১৩.০১ নিওটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। এতে আরও রয়েছে ফাইভ স্পিড গিয়ার বক্স। সুপার মোটো এবিএস এর সঙ্গে সামনের চাকায় রয়েছে ২৭০ মিলিমিটারের পেটাল ডিস্ক এবং পেছনের চাকায় ১৩০ মিলিমিটারের ড্রাম ব্রেক। এই এডিশনে সম্পূর্ণ ডিজিটাল স্পিডোমিটার ব্যবহার করা হয়েছে, যার এলইডি কালারটি নীল থেকে সাদা করা হয়েছে। এর স্বতন্ত্র সোনালি রঙের সামনের ফর্কটি হুইলবেজের সৌন্দর্য বাড়িয়ে তোলে বহু গুণ। এর মজবুত চ্যাসিস চালককে সোজা রাস্তা এবং মোড় ঘোরার সময় দেয় সমান আত্মবিশ্বাস। এই মোটরসাইকেলে টিভিএসের নিজস্ব ডিজাইনের বিশেষ টায়ার রিমোরা ব্যবহার করা হয়েছে। এই টায়ারে উন্নতমানের রাবারের সঙ্গে বেশি পরিমাণ সিলিকা মেশানো হয়েছে, যা বাইক রেসের সময় গ্রিপিং ও ব্রেকিংয়ের সক্ষমতা বাড়িয়ে দেবে কয়েক গুণ। 

অ্যাপাচি আরটিআর ১৬০ এবিএসের বিশেষ মূল্য ২ লাখ ৯ হাজার ৯০০ টাকা এবং এটি টিভিএস অটো বাংলাদেশের সব শোরুম ও ডিলার পয়েন্টে পাওয়া যাবে। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন

 

উত্তরা ব্যাংকের ২৫০তম শাখার উদ্বোধন

প্রশান্ত মহাসাগরে দুই প্রকল্পের অনুমোদন দিল এডিবি-বিশ্বব্যাংক

মেট্রো রেলস্টেশনে ৯টি সুপারস্টোর চালু করবে এমজিআই

জনতা ব্যাংক পিএলসির ৮৬৬তম বোর্ড সভা অনুষ্ঠিত

রূপালী ব্যাংক পরিচালনা পর্ষদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া

বিশিষ্ট শিল্পপতি মো. আবদুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের শোক

যুক্তরাজ্যের কোনো বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশি উপাচার্য ওসামা খান

ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপে যোগ হলো সম্পূর্ণ ভয়েস-চালিত সেবা

মেট্রোরেল ও অ্যানেক্স কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

এশিয়া সাসটেইনেবিলিটি রিপোর্টিং রেটিং অ্যাওয়ার্ড পেল এনআরবিসি ব্যাংক