হোম > অর্থনীতি > করপোরেট

প্রথম প্রান্তিকে আইডিএলসির ৪৪ শতাংশ একত্রিত নিট মুনাফা বৃদ্ধি

বিজ্ঞপ্তি

আইডিএলসি ফাইন্যান্স পিএলসি ২০২৫ সালের প্রথম প্রান্তিকে গত বছরের একই প্রান্তিকের তুলনায় এককভাবে (স্ট্যান্ড্যালোন) কর পরবর্তী নিট মুনাফায় ২৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এককভাবে কর পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৩৬ কোটি ৮০ লাখ টাকা। একত্রিত (কনসোলিডেটেড) কর পরবর্তী নিট মুনাফা ছিল ৫০ কোটি ৯০ লাখ টাকা, যা গত বছরের একই প্রান্তিকের তুলনায় ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আইডিএলসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, গত বছরের একই প্রান্তিকের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ২২ টাকা, যা ২০২৪ সালের প্রথম প্রান্তিকে ছিল ০ দশমিক ৮৫ টাকা। গ্রাহকের আমানত বৃদ্ধি পেয়ে মোট ৯ হাজার ২৬৬ কোটি টাকায় দাঁড়িয়েছে (গত বছরের তুলনায় ১০ শতাংশ বৃদ্ধি), পাশাপাশি গ্রুপটির লোন পোর্টফোলিও বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৮৫৭ কোটি টাকায় (গত বছরের তুলনায় ৪শতাংশ বৃদ্ধি)।

ব্যবসায়ের লাভজনকতা ও শেয়ারহোল্ডার মূলধনের যথাযথ উপযোগিতা নিশ্চিতের মাধ্যমে আইডিএলসি’র বাৎসরিক রিটার্ন অন এক্যুইটি (আরওই) বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ০২ শতাংশ-এ; অন্যদিকে বাৎসরিক রিটার্ন অন অ্যাসেটস (আরওএ) বেড়ে ১ দশমিক ৩৫শতাংশ হয়েছে, যা প্রতিষ্ঠানের মূল সম্পদের কার্যকরী ও লাভজনক ব্যবহারের প্রমাণ।

উল্লেখিত প্রান্তিকে ১০৩ দশমিক ২১ শতাংশ মন্দ ঋণের কভারেজ অনুপাত সহ আইডিএলসির মন্দ ঋণের (এনপিএল) অনুপাত ছিল ৪ দশমিক ৬০ শতাংশ, যা প্রতিষ্ঠানটির গত বছরের একই প্রান্তিকের তুলনায় কম এবং আর্থিক খাতের গড়ের তুলনায়ও উল্লেখযোগ্যভাবে কম।

৮ মে, ২০২৫ তারিখে রাজধানীর গুলশানে আইডিএলসি করপোরেট হেড অফিসে আয়োজিত প্রতিষ্ঠানটির ৩৫২তম পরিচালনা পর্ষদ সভায় ২০২৫ সালের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদিত হয়।

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত