হোম > অর্থনীতি > করপোরেট

ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে আরও ৩ উড়োজাহাজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যোগাযোগ বাড়াতে উড়োজাহাজের বহর বড় করার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইনস। এর জন্য চলতি বছর ডিসেম্বরের মধ্যে আরও ৩টি এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ যুক্ত হবে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের বহরে। বর্তমানে এয়ারলাইনসটির বহরে রয়েছে ১৬টি উড়োজাহাজ।

আজ সোমবার ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ‘এর মধ্যে দুটি উড়োজাহাজ নভেম্বরে ও একটি ডিসেম্বর মাসে দেশে আসবে।’

বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে ৬টি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ এবং ৭টি এটিআর ৭২-৬০০ উড়োজাহাজসহ মোট ১৬টি উড়োজাহাজ রয়েছে। নতুন উড়োজাহাজ যুক্ত হলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছে এয়ারলাইনসটি। কামরুল ইসলাম আরও বলেন, ‘প্রতি নিয়ত যাত্রী চাহিদা বৃদ্ধি পাচ্ছে। অতিরিক্ত যাত্রী চাহিদার কারণে ইউএস-বাংলা এয়ারলাইনস ফ্লাইট সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা করছে। উড়োজাহাজ তিনটি যোগ হলে এ পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে।’  

ইউএস-বাংলা দেশের অভ্যন্তরীণ রুট ছাড়াও কলকাতা, চেন্নাই, মালে, শারজাহ, দুবাই, মাসকাট, দোহা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, গুয়াংজু-তে ফ্লাইট পরিচালনা করছে। অন্যদিকে, কলম্বো, দিল্লি, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, দাম্মাম, মদিনায় ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়ে কাজ করছে দেশের বৃহত্তম বেসরকারি এয়ারলাইনসটি।

সিটিজেনস ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

এমএসএমই খাতের বৈশ্বিক প্রসারে সরকারি নীতিসহায়তা ও ব্র্যান্ডিং জরুরি

কৃষি ব্যাংকে জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত

খালেদা জিয়ার মৃত্যুতে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির শোক

নিউইয়র্কে ইউএসবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে আকিজ রিসোর্সের এমডি শেখ জসিম উদ্দিন

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

এখন থেকে পদ্মা সেতুর টোল মুহূর্তেই পরিশোধ করা যাবে নগদের মাধ্যমে

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন