অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যোগাযোগ বাড়াতে উড়োজাহাজের বহর বড় করার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইনস। এর জন্য চলতি বছর ডিসেম্বরের মধ্যে আরও ৩টি এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ যুক্ত হবে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের বহরে। বর্তমানে এয়ারলাইনসটির বহরে রয়েছে ১৬টি উড়োজাহাজ।
আজ সোমবার ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ‘এর মধ্যে দুটি উড়োজাহাজ নভেম্বরে ও একটি ডিসেম্বর মাসে দেশে আসবে।’
বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে ৬টি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ এবং ৭টি এটিআর ৭২-৬০০ উড়োজাহাজসহ মোট ১৬টি উড়োজাহাজ রয়েছে। নতুন উড়োজাহাজ যুক্ত হলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছে এয়ারলাইনসটি। কামরুল ইসলাম আরও বলেন, ‘প্রতি নিয়ত যাত্রী চাহিদা বৃদ্ধি পাচ্ছে। অতিরিক্ত যাত্রী চাহিদার কারণে ইউএস-বাংলা এয়ারলাইনস ফ্লাইট সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা করছে। উড়োজাহাজ তিনটি যোগ হলে এ পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে।’
ইউএস-বাংলা দেশের অভ্যন্তরীণ রুট ছাড়াও কলকাতা, চেন্নাই, মালে, শারজাহ, দুবাই, মাসকাট, দোহা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, গুয়াংজু-তে ফ্লাইট পরিচালনা করছে। অন্যদিকে, কলম্বো, দিল্লি, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, দাম্মাম, মদিনায় ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়ে কাজ করছে দেশের বৃহত্তম বেসরকারি এয়ারলাইনসটি।