হোম > অর্থনীতি > করপোরেট

বিকাশে দুই মেডিকেল কলেজ হাসপাতালের ফি পরিশোধ

এখন থেকে বাংলাদেশ মেডিকেল স্টাডিজ এন্ড রিসার্চ ইন্সটিটিউট এর অধীনে রাজধানীর দু’টি স্বনামধন্য বেসরকারি হাসপাতাল-বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, ধানমন্ডি ও উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবার ফি সহজেই পরিশোধ করা যাবে বিকাশে। 

বিশেষ করে তাৎক্ষনিক চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তার পরিজনরা ক্যাশ টাকার ঝামেলা এড়িয়ে সহজেই চিকিৎসা সেবার ফি দিতে পারবেন, প্রয়োজনে সেন্ড মানি অথবা অ্যাড মানির মাধ্যমে বিকাশ অ্যাকাউন্টে টাকা এনে ফি পরিশোধ করতে পারবেন যেকোনো সময়ই। বিকাশের এই সেবা হাসপাতাল কর্তৃপক্ষের চিকিৎসা ব্যবস্থাপনাকেও সহজতর ও কার্যকর করবে। 
 
সম্প্রতি এ লক্ষ্যে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল ও বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ মেডিকেল স্টাডিজ এন্ড রিসার্চ ইন্সটিটিউটের অনারারি সেক্রেটারি মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম (অবঃ) এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। 

এই চুক্তির ফলে দুটি হাসপাতালে আসা রোগীরা টিকেট ফি, আউটডোর-ইনডোর ট্রিটমেন্ট, প্যাথলজি, এক্স-রে, এমআরআই, নানান পরীক্ষা-নিরীক্ষার ফি সহ সব ধরণের চিকিৎসা সেবার ফি পরিশোধ করতে পারবেন বিকাশে। চিকিৎসা সেবার মতো জরুরি সেবা গ্রহণে বিকাশের মতো ডিজিটাল পেমেন্ট গ্রাহকদের জীবনে আরো স্বাচ্ছন্দ্য এনে দিচ্ছে। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিকাশের মার্চেন্ট বিজনেস এর ভাইস-প্রেসিডেন্ট নোভেরা আয়েশা জামান, মহাব্যবস্থাপক সিরাজুল মাওলা, বাংলাদেশ মেডিকেল স্টাডিজ এন্ড রিসার্চ ইন্সটিটিউটের অনারারি ট্রেজারার জি. এম. জয়নাল আবেদিন ভূইয়া, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. আবদুর ‍সবুর মিয়া (অবঃ), উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান (অবঃ), উভয় হাসপাতালের অধ্যক্ষ সহ অন্যান্যরা।

১৪তম বর্ষে নভোএয়ার, টিকিটে বিশাল ছাড়

ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন

২০২৫ সালে নগদের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড

জেসিআই ঢাকা হেরিটেজের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

কক্সবাজারে এমজিআইয়ের বার্ষিক সেলস কনফারেন্স

ষষ্ঠবারের মতো এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ডিবিএল গ্রুপ

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পিএসটিসি স্টুয়ার্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন ড. নূর মোহাম্মদ

ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ফুডি