হোম > অর্থনীতি > করপোরেট

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে পাওয়ার প্যাকের চুক্তি নবায়ন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে পাওয়ার প্যাক মতিয়ারা কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট লিমিটেডের দুই বছরের জন্য ভাড়া ভিত্তিক চুক্তি নবায়ন করা হয়েছে। আজ বুধবার ঢাকায় বিদ্যুৎ ভবনে এই চুক্তি সই হয়।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সচিব সেলিম রেজা এবং পাওয়ার প্যাকের ব্যবস্থাপনা পরিচালক রণ হক সিকদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ওই চুক্তি সই করেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য মোহাম্মদ শামসুল হক, প্রধান প্রকৌশলী (প্রাইভেট জেনারেশন) এবিএম জিয়াউল হক, সিকদার গ্রুপের চিফ অপারেটিং অফিসার সৈয়দ কামরুল ইসলাম মোহন এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পাওয়ার প্যাকের ব্যবস্থাপনা পরিচালক রণ হক সিকদার বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে আমাদের কোম্পানি বিদ্যুৎ উৎপাদন শুরু করবে, যাতে যত শিগগির সম্ভব এই প্ল্যান্ট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা যায়।’ তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

বক্তব্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য শামসুল হক পাওয়ার প্যাক কর্তৃপক্ষকে অল্প সময়ের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরুর অনুরোধ জানান। তিনি বলেন, ‘এই চুক্তি সইয়ের দিন থেকেই চুক্তি কার্যকর হবে। সুতরাং যেহেতু আজ চুক্তি সই হলো আজ থেকেই দ্রুত বিদ্যুৎ উৎপাদন শুরু করাই ভালো।’

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত