হোম > অর্থনীতি > করপোরেট

ইলেকট্রো মার্ট এখন চট্টগ্রামের চকবাজারে

বৈশ্বিক ব্র্যান্ড কনকা, গ্রি, হাইকো ইলেকট্রনিকস ও হোম অ্যাপল্যায়েন্স পণ্যের পসরা নিয়ে দেশের অন্যতম উৎপাদনকারী ও বাজারজাতকারী গ্রুপ ইলেকট্রো মার্ট এখন চট্টগ্রাম শহরের চকবাজারবাসীর দোর গোড়ায়। সম্প্রতি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ ও ন্যাশনাল সেলস ম্যানেজার (রিটেল) মো. জুলহাক হোসাইন এবং স্থানীয় বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে চকবাজারে ইলেকট্রো মার্টের সেলস ও ডিসপ্লে সেন্টারের উদ্বোধন করা হয়। 

দুই যুগের বেশি সময় ধরে দেশের ইলেকট্রনিকস ও হোম অ্যাপল্যায়েন্স পণ্যের গ্রাহকদের চাহিদা বিশ্বস্ততা ও সুনামের সঙ্গে পূরণ করছে কনকা, গ্রি ও হাইকো ব্র্যান্ডের পণ্য। গ্রি দেশে এয়ারকন্ডিশনার চাহিদার সিংহভাগ সরবরাহের মাধ্যমে শীর্ষ স্থান দখল করে আছে। কনকা ইলেকট্রনিকস পণ্য সামগ্রীর চাহিদার বড় অংশ এবং হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিকস পণ্য দেশের চাহিদার প্রায় ১০ শতাংশ সরবরাহের মাধ্যমে বিশেষ স্থান দখল করে আছে। 

এ ছাড়া কনকা, গ্রি ও হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিকস ও হোম অ্যাপলায়েন্স পণ্যের বিশেষ বৈশিষ্ট্য, গুণগতমান, গ্রহণযোগ্যতা, বিক্রয়োত্তর সেবা এবং সাশ্রয়ী মূল্যের কারণে বর্তমানে বিশ্বব্যাপী গ্রাহকদের প্রথম পছন্দ। দেশব্যাপী গ্রাহকদের ব্যাপক চাহিদার কারণে এবং নিরবচ্ছিন্ন সেবা দেওয়ার লক্ষ্যে দেশের প্রতিটি অঞ্চলে সেলস ও ডিসপ্লে সেন্টার খোলার বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে ইলেকট্রো মার্ট কর্তৃপক্ষ। 

সেলস ও ডিসপ্লে সেন্টার উদ্বোধন উপলক্ষে চকবাজার বাসীর জন্য রয়েছে আকর্ষণীয় ফ্রি উপহার। এ ছাড়া রয়েছে নান্দনিক ডিজাইনের গ্রি এয়ারকন্ডিশনার এবং কনকার ইলেকট্রনিকস পণ্য সামগ্রী। কনকা, গ্রি ও হাইকো পণ্য কেনার ক্ষেত্রে প্রায় ৩৫টি ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডসহ নগদ এবং মাসিক তিন থেকে ১৮ মাসের কিস্তিতে আমাদের পণ্য বিভিন্ন শো-রুম, ডিসপ্লে সেন্টার ও ডিলারদের মাধ্যমে কেনা যায়।

শিশুদের জন্য স্বাস্থ্যকর সমাধান ‘কারকুমা ভেজস্প্রেড’

রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের চুক্তি

সাউথইস্ট ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

সিটিজেনস ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

এমএসএমই খাতের বৈশ্বিক প্রসারে সরকারি নীতিসহায়তা ও ব্র্যান্ডিং জরুরি

কৃষি ব্যাংকে জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত

খালেদা জিয়ার মৃত্যুতে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির শোক

নিউইয়র্কে ইউএসবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে আকিজ রিসোর্সের এমডি শেখ জসিম উদ্দিন

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

এখন থেকে পদ্মা সেতুর টোল মুহূর্তেই পরিশোধ করা যাবে নগদের মাধ্যমে