হোম > অর্থনীতি > করপোরেট

সাউথইস্ট ব্যাংকের ‘উৎসব’ ক্যাম্পেইন শুরু

সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং ‘স্বাগতম’ এজেন্ট আউটলেটের পার্টনার ও গ্রাহকদের জন্য তিন মাসব্যাপী ‘উৎসব’ নামে ক্যাম্পেইন শুরু করেছে। সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. সাদেক হোসেন প্রধান অতিথি হিসেবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন। 

উদ্বোধন অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তারা এবং এজেন্ট আউটলেটের পার্টনাররা ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন। 

গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চারের লক্ষ্যে আয়োজিত সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং স্বাগতমের বিশেষ ক্যাম্পেইন ‘উৎসব’ চলার সময়ে গ্রাহক রেমিট্যান্স গ্রহণ এবং নতুন অ্যাকাউন্ট খুললেই পাচ্ছেন আকর্ষণীয় উপহার। উৎসবমুখর পরিবেশ তৈরি করতে আউটলেট গুলোকে সাজানো হয়েছে রঙিন ব্যানার ও ফেস্টুনে। 

সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং স্বাগতম থেকে তথ্য প্রযুক্তি সমৃদ্ধ প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি ‘তিজারাহ’-ইসলামিক ব্যাংকিংয়ের সব আধুনিক ও প্রযুক্তি ভিত্তিক সেবা প্রদান করা হবে। এ ছাড়া গ্রাহকেরা সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং স্বাগতমের মাধ্যমে সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, অর্থ স্থানান্তর, বিইএফটিএন-এর মাধ্যমে যে কোনো ব্যাংকের হিসাবে অর্থ স্থানান্তর, বৈদেশিক রেমিট্যান্স সেবা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও চেক বই প্রসেসিং, ক্ষুদ্র, মাঝারি ও কৃষি ঋণ, আকর্ষণীয় জীবন বিমা সুবিধা, ইউটিলিটি বিল, সরকারি ভাতা, ভোক্তা ঋণ, ঋণের কিস্তি গ্রহণ এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা নিতে পারবেন। 

এ ছাড়া গ্রাহকেরা এজেন্ট আউটলেটে স্থাপিত রিসাইক্লার এটিএমের মাধ্যমে ২৪ ঘণ্টা প্রয়োজনীয় ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন।

সিটিজেনস ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

এমএসএমই খাতের বৈশ্বিক প্রসারে সরকারি নীতিসহায়তা ও ব্র্যান্ডিং জরুরি

কৃষি ব্যাংকে জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত

খালেদা জিয়ার মৃত্যুতে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির শোক

নিউইয়র্কে ইউএসবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে আকিজ রিসোর্সের এমডি শেখ জসিম উদ্দিন

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

এখন থেকে পদ্মা সেতুর টোল মুহূর্তেই পরিশোধ করা যাবে নগদের মাধ্যমে

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন