বনানীতে উদ্বোধন করা হলো থাই এয়ারএশিয়ার সেলস অফিস। গত ৩০ মে ঢাকার সফররত এয়ারএশিয়ার প্রেসিডেন্ট (অ্যাভিয়েশন), ক্যাপিটাল এ এবং এয়ারএশিয়া অ্যাভিয়েশন গ্রুপ লিমিটেডের গ্ৰুপ চিফ এক্সিকিউটিভ অফিসার বো লিনগাম অফিসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন এয়ারএশিয়ার চিফ রেভেনিউ অ্যান্ড নেটওয়ার্ক পল গেরার্ড ক্যারল, বিজনেস এনালাইসিস্ট হারপ্রীত কাউর, টাস গ্ৰুপে চেয়ারম্যান কে এম মুজিবুল হক।
সফরকালে বো লিনগাম বাংলাদেশে এয়ার এশিয়া গ্ৰুপের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। বাংলাদেশের বিমান শিল্পের আরও সম্ভাবনা বোঝার জন্য তিনি অ্যাভিয়েশন সংস্থার সঙ্গে জড়িত বিভিন্ন অংশীজনদের সঙ্গেও সাক্ষাৎ করেন।
এয়ারএশিয়া অ্যাভিয়েশন লিমিটেডের গ্ৰুপ সিইও হিসেবে বো লিনগাম এয়ার এশিয়া গ্ৰুপের চারটি এয়ারলাইনসের ব্যবসার (এয়ারএশিয়া মালয়েশিয়া, এয়ারএশিয়া ফিলিপাইনস, এয়ারএশিয়া থাইল্যান্ড এবং এয়ারএশিয়া ইন্দোনেশিয়া) পাশাপাশি এয়ারএশিয়ার পরামর্শক, করপোরেশন বিভাগসহ শেয়ার পরিষেবা এবং সান্টান ফুড গ্রুপ ও গ্রাউন্ড হ্যান্ডেলিং পরিষেবার যৌথ উদ্যোগের ব্যবসা গ্রাউন্ড টিম রেড পরিচালনা করছেন।