হোম > অর্থনীতি > করপোরেট

ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ইস্পাহানি

এম এম ইস্পাহানি লিমিটেডের রপ্তানিমুখী প্রতিষ্ঠান ‘পাহাড়তলী টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারি মিলস’ ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড–২০২০ অর্জন করেছে। আজ রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইস্পাহানি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা শাকির ইস্পাহানি এ পুরস্কারটি শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের হাত থেকে গ্রহণ করেছেন। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আয়োজন করে ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা। 

শিল্প মন্ত্রণালয় প্রদত্ত এ পুরস্কারের বৃহৎ শিল্প ক্যাটাগরিতে (টেক্সটাইল ও আরএমজি) দ্বিতীয় স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি, যা তাদের অব্যাহত উৎপাদনশীলতা ও পণ্যের মান উন্নয়নে উত্তরোত্তর সাফল্যের স্বীকৃতি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয় ২৬টি শিল্পপ্রতিষ্ঠানকে জাতীয় উৎপাদনশীলতা ও মান উৎকর্ষ পুরস্কার ২০২০ প্রদান করে। 

এ অনুষ্ঠানে ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানি, ‘পাহাড়তলী টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারি মিলস’-এর চিফ অপারেটিং অফিসার মাহবুবুল আলম, ডেপুটি জেনারেল ম্যানেজার মনিরুজ্জামান খানসহ ইস্পাহানি গ্রুপের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে ইস্পাহানি গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ইস্পাহানি টি লিমিটেড ২০১৯ সালের ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি ও কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২০’ এর বৃহৎ শিল্প ক্যাটাগরি (ফুডস) এর প্রথম স্থান অর্জন করেছিল। এরই ধারাবাহিকতায় ইস্পাহানি গ্রুপের রপ্তানিমুখী প্রতিষ্ঠান ‘পাহাড়তলী টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারি মিলস’ এবার জিতে নিল আরও একটি ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড, যা এ শিল্প প্রতিষ্ঠানের মান ব্যবস্থাপনার প্রতি দৃঢ় অঙ্গীকারেরই একটি প্রতিফলন। 

এম এম ইস্পাহানি লিমিটেড আনন্দঘন এ মুহূর্তে শিল্প মন্ত্রণালয় এবং পাহাড়তলী টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারি মিলসের সকল ক্রেতা, অংশীদার এবং শুভাকাঙ্ক্ষীদের তাদের নিরন্তর আস্থা এবং সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে। 

উল্লেখ্য, এম এম ইস্পাহানি লিমিটেডের পাহাড়তলী টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারি মিলস রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের কাঁচামাল হিসেবে বিভিন্ন ধরনের সুতা (ইয়ার্ন) উৎপাদন করে দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনের গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। 

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

শেভরনের সহায়তায় সিলেটে ৬০ প্রতিবন্ধী ব্যক্তির স্বাভাবিক জীবনে ফেরা

এখন থেকে মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে নগদে

ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ-টিভি হস্তান্তর করল ওয়ালটন

বুয়েটে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পার্ক অ্যাভিনিউর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর জামাল ভূঁইয়া

বীকন ফার্মার কর্ণধার এবাদুল করিমের মৃত্যু