ই–কমার্স প্রতিষ্ঠান ই–অরেঞ্জের চিফ অপারেটিং অফিসার (সিওও) আমানউল্ল্যাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আবুল হোসেন বলেন, প্রতারণা করে গ্রাহকের ১১ শ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ভুক্তভোগীর করা মামলায় আমানউল্ল্যাহ তিন নম্বর আসামি। তাঁকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের যে পাঁচ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন তাঁদের মধ্যে এই আমানউল্ল্যাহও ছিলেন। একই মামলার দুই আসামি ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমান বর্তমানে কারাগারে রয়েছেন।
গত সোমবার রাতে সোনিয়া ও মাসুকুরসহ পাঁচজনের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি করেন তাহেরুল ইসলাম নামে এক গ্রাহক। মামলা করার সময় আরও ৩৭ জন গ্রাহক উপস্থিত থেকে তাঁর সঙ্গে সাক্ষ্য দেন। বলা হয় অগ্রিম অর্থ পরিশোধের পরও মাসের পর মাস পণ্য পাচ্ছিলেন না তাঁরা।