হোম > অর্থনীতি > করপোরেট

বিআরবি হাসপাতালে ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাসের সমাপনী

বিআরবি হসপিটালস লিমিটেড এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাস ২০২২–এর সমাপনী ঘোষণা করেন বিআরবি গ্রুপের পরিচালক মফিজুর রহমান। সোমবার (৩১ অক্টোবর) রাজধানীর পান্থপথে বিআরবি হাসপাতালের আয়োজনে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি, আলোচনা সভার অনুষ্ঠিত হয় এবং কেক কেটে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের হেপাটোবিলিয়ারী পেনক্রিয়াটিক সার্জারির পথিকৃৎ প্রফেসর ডা. মোহাম্মদ আলী। অনুষ্ঠানে মেডিসিন বিভাগের প্রফেসর ডা. এম এ বাশার, কিডনি বিভাগের প্রফেসর ডা. মো: নিজামউদ্দিন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডা. মো. মনসুর আলী, ডিএমএস অ্যান্ড সিই ও, বিআরবি হসপিটালস লিমিটেড ।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন অধ্যাপক ডা. মোফাজ্জেল হোসেন (লে. কর্নেল অব.), চিফ কনসালট্যান্ট, মেডিকেল অনকোলোজি এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের বিশিষ্ট বার্ন ও প্লাস্টিক সার্জন ডা. পি সি দাস, কনসালট্যান্ট, বার্ন ও প্লাস্টিক সার্জারি, বিআরবি হসপিটালস লিমিটেড। অনুষ্ঠানে ক্যানসার জয়ী রোগীসহ হাসপাতালের কনসালট্যান্ট বৃন্দ, অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানেরা এবং হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন যা এশিয়ার প্রথম বিআরবি হাসপাতালেই হয়েছে এবং হচ্ছে। ব্রেস্ট ক্যানসারে বাংলাদেশে একমাত্র বিআরবি হাসপাতালই ইউরোপ-আমেরিকার সমমান চিকিৎসা সেবা দেয়।

সিটিজেনস ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

এমএসএমই খাতের বৈশ্বিক প্রসারে সরকারি নীতিসহায়তা ও ব্র্যান্ডিং জরুরি

কৃষি ব্যাংকে জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত

খালেদা জিয়ার মৃত্যুতে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির শোক

নিউইয়র্কে ইউএসবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে আকিজ রিসোর্সের এমডি শেখ জসিম উদ্দিন

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

এখন থেকে পদ্মা সেতুর টোল মুহূর্তেই পরিশোধ করা যাবে নগদের মাধ্যমে

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন