হোম > অর্থনীতি > করপোরেট

ঋণের কিস্তি পরিশোধ সহজ করতে বিকাশের সঙ্গে ডেটাসফটের চুক্তি

ক্ষুদ্রঋণের গ্রাহকদের ঋণের কিস্তি যেকোনো সময় যেকোনো স্থান থেকে সহজে, নিরাপদে ও দ্রুত সময়ে পরিশোধ করার সুযোগ দিতে বিকাশের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে ডেটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে এই চুক্তি সই হয়েছে। 

চুক্তির ফলে প্রযুক্তি প্রতিষ্ঠান ডেটাসফটের মাইক্রোফিন ৩৬০ সলিউশন ব্যবহার করা দুই শতাধিক ক্ষুদ্রঋণ দেওয়া প্রতিষ্ঠানের গ্রাহকেরা বিকাশের মাধ্যমে ঋণের কিস্তি সময় মতো পরিশোধের সুযোগ পাবেন। ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর জন্যও কিস্তি আদায় ব্যবস্থাপনা আরও সহজ ও কার্যকর হবে। 

ডেটাসফট অনেক দিন ধরেই বিভিন্ন ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠানকে তাঁদের মাইক্রোফিন ৩৬০ সলিউশনের মাধ্যমে ডেটা ব্যবস্থাপনা এবং অ্যাকাউন্টিং সিস্টেম সেবা দিয়ে আসছে। ক্ষুদ্রঋণ দেওয়া প্রতিষ্ঠানগুলো ডেটাসফটের সলিউশন ব্যবহার করে ঋণ দেওয়া এবং আদায়ের প্রক্রিয়াকে করেছে আরও সহজ ও কার্যকর। 

বিকাশের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ডেটাসফটের প্রেসিডেন্ট এম মনজুর মাহমুদ এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এই সমঝোতা স্মারক সইয়ের মধ্য দিয়ে ডেটাসফটের সেবা ব্যবহার করা দুই শতাধিক ক্ষুদ্রঋণদানকারী এনজিওর প্রায় এক কোটি গ্রাহক কোনো রকম ঝামেলা ছাড়াই ঋণের কিস্তি পরিশোধের সুবিধা পাবেন যা তাদের মূল্যবান সময় ও খরচ বাঁচাবে।

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ