হোম > অর্থনীতি > করপোরেট

ক্যানসার সোসাইটি হসপিটালকে আলট্রাসাউন্ড মেশিন দিল ফ্রেশ টিস্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, সারা বিশ্বে বছরে প্রায় ২১ লাখ এবং শুধু বাংলাদেশে ১৫ হাজারেরও বেশি মানুষ ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। প্রাথমিক পর্যায়ে এই রোগ শনাক্তকরণ ও চিকিৎসা গ্রহণ অনেকাংশেই জীবন রক্ষা করতে পারে। এর জন্য প্রয়োজন জনসচেতনতা।

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) জনপ্রিয় ব্র্যান্ড ‘ফ্রেশ টিস্যু’ গত মার্চ মাসে ‘বিশ্ব নারী দিবস ২০২২’ উপলক্ষে ‘ফ্রেশ বাংলাদেশ’ নামে মাসব্যাপী একটি বিশেষ ক্যাম্পেইন চালায়। ক্যাম্পেইনটিতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত জনসচেতনতা গড়ে তোলার পাশাপাশি একজন ডাক্তার ও একজন সনোলজিস্ট নিয়ে মোবাইল ক্লিনিক (ক্যারাভ্যান)-এর মাধ্যমে বিভিন্ন জেলায় ফ্রি ব্রেস্ট স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা করা হয়। মাসব্যাপী এই ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ১ হাজার নারীকে বিনা মূল্যে ফ্রি ব্রেস্ট স্ক্রিনিং সেবা প্রদান করা হয়, যাঁদের মধ্যে ১১০ জনের অস্বাভাবিকতা পাওয়া যায়।

এই ক্যাম্পেইনের অংশ হিসেবে এবার ফ্রেশ টিস্যু বাংলাদেশ ক্যানসার সোসাইটি হসপিটাল অ্যান্ড ওয়েলফেয়ার হোমকে প্রদান করেছে একটি আলট্রাসাউন্ড মেশিন। শনিবার, (১৩ আগস্ট) ওই হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে এমজিআইয়ের সম্মানিত ডিরেক্টর ব্যারিস্টার তাসনিম মোস্তফা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলট্রাসাউন্ড মেশিনটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। এ সময় তিনি বলেন, ‘আমরা চাই, “ফ্রেশ বাংলাদেশ” উদ্যোগটি এখানেই থেমে না যাক এবং এর উপকারিতা মানুষ পেতে থাকুক। তাই এই ক্যাম্পেইনের আলট্রাসাউন্ড মেশিনটি বাংলাদেশ ক্যানসার সোসাইটি হসপিটাল অ্যান্ড ওয়েলফেয়ার হোমে প্রদান করতে পেরে আমরা খুবই আনন্দিত।’

বাংলাদেশ ক্যানসার সোসাইটির সম্মানিত ডিরেক্টর প্রফেসর ডা. এম এ হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্ট ডিরেক্টর প্রফেসর ডা. গোলাম মহিউদ্দিন ফারুক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমজিআইয়ের সিনিয়র জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, সিনিয়র ডিজিএম (সেলস, এমপিপিএমএল) মো. ইয়াছিন মোল্লা, হাসপাতালের চিকিৎসকবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিরা।

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ