হোম > অর্থনীতি > করপোরেট

ভারত-বাংলাদেশ সিরিজ লাইভ উপভোগ করা যাবে টফিতে

ক্রিকেট মানেই উত্তেজনা, কষ্টের সঙ্গে আনন্দ। বাংলাদেশের ম্যাচ হলে তো খুঁটিনাটি বিষয়ে নজর রাখা লাগবেই। একটা ক্যাচ মিস বা ছক্কাও যেন চোখ এড়িয়ে যেতে না পারে। ক্রিকেটের প্রতি আমাদের আবেগকে এখন হাতের মুঠোয় নিয়ে এসেছে টফি। ভারত-বাংলাদেশ সিরিজ ২০২৪ যেকোনো জায়গায় বসে উপভোগের সুযোগ করে দিয়েছে। 

এখন শহর-গ্রামজুড়ে ক্রিকেট ভক্তদের একটাই আলোচনার বিষয়, তা হচ্ছে টেস্ট আর টি২০ সিরিজ। আর ক্রিকেটপ্রেমীরা যেন যেকোনো জায়গা থেকে এই সিরিজ উপভোগ করতে পারেন তা নিশ্চিত করতে পুরো সিরিজটি প্রিমিয়াম কনটেন্ট হিসেবে লাইভ স্ট্রিমিংয় করবে ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফি। যেকোনো ডিভাইস থেকে ম্যাচ দেখতে বাংলালিংক ব্যবহারকারীরা যথাক্রমে মাত্র ৫৬ টাকা ও ১০৬ টাকা দিয়ে ৭ দিন মেয়াদি ২ জিবি টফি ও ৩০ দিন মেয়াদি ৫ জিবি টফি অফার কেনার সুযোগ পাবেন। 

এ ছাড়া বিকাশ বা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে মাত্র ২০ টাকায় ডেইলি (প্রতিদিন) সাবস্ক্রিপশন, ৫০ টাকায় উইকলি (সাপ্তাহিক) সাবস্ক্রিপশন ও ৯৯ টাকায় মান্থলি (মাসিক) সাবস্ক্রিপশন কেনার সুযোগ পাওয়া যাবে। যা এই পুরো সিরিজের জন্য প্রযোজ্য হবে। 

এসব প্যাকেজ শুধুমাত্র ভারত-বাংলাদেশ সিরিজের জন্য প্রযোজ্য, যা ১৯ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত চলবে। এ ছাড়া, ২৭ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট থেকে বিকাশ ব্যবহার করে সাবস্ক্রিপশন নেওয়ার ক্ষেত্রে থাকছে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার। 

এ বিষয়ে টফির ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন, ‘ক্রিকেটের সঙ্গে মিশে আছে আবেগ। আমাদের অফিস, বন্ধুদের সঙ্গে স্কুল বা পরিবারের সঙ্গে বাসায়; যেখানেই থাকি না কেন, খেলার সময় আমরা ক্রিকেট থেকে এক সেকেন্ডও চোখ সরাতে চাই না। আমাদের সব গ্রাহক যেন যেকোনো পরিস্থিতিতে ক্রিকেটের সকল খুঁটিনাটি যেকোনো জায়গায় বসে উপভোগ করার সুযোগ পান সে জন্য আমরা টফিতে লাইভ স্ট্রিমিংয় নিয়ে এসেছি।’ 
 
টফিতে বাংলাদেশের খেলার লাইভ অভিজ্ঞতা উপভোগ করতে ক্লিক করুন টফি ওয়েবসাইটে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত