হোম > অর্থনীতি > করপোরেট

শব্দদূষণ নিয়ন্ত্রণে ১৫০ জনকে পরিবেশ অধিদপ্তরের টিওটি প্রশিক্ষণ

শব্দদূষণ নিয়ন্ত্রণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের ১৫০ জন প্রশিক্ষক ও কর্মকর্তাকে ট্রেনিং অব দ্য ট্রেনার্স (টিওটি) দিয়েছে পরিবেশ অধিদপ্তর। আজ শনিবার ঢাকায় পরিবেশ অধিদপ্তরের অডিটোরিয়ামে প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

আজ সকাল ১১টায় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল হামিদ টিওটি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নাধীন শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্পের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা হয়। 

শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের কার্যক্রম, শব্দদূষণের কারণ, ক্ষতিকর প্রভাব, করণীয় ও শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০০৬ বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) ও প্রকল্প পরিচালক সৈয়দা মাছুমা খানম। 

বিআরটিএ ও ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের প্রশিক্ষক এবং কর্মকর্তাদের টিওটি প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে নিজ নিজ প্রতিষ্ঠানের নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে পেশাগত দায়িত্বের পাশাপাশি শব্দদূষণের ক্ষতিকর দিক নিয়ে তাঁরা যেন প্রশিক্ষণে বক্তব্য উপস্থাপন করেন যা সারা দেশে শব্দদূষণ নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্দেশ্যকে সামনে রেখেই এই টিওটি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। 

টিওটি প্রশিক্ষণ কার্যক্রমে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের নাক, কান ও গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার হুসনে কমর ওসমানী, ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার এবং বিআরটিএয়ের পরিচালক (অপারেশন) মো. লোকমান হোসেন মোল্লা।

শিশুদের জন্য স্বাস্থ্যকর সমাধান ‘কারকুমা ভেজস্প্রেড’

রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের চুক্তি

সাউথইস্ট ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

সিটিজেনস ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

এমএসএমই খাতের বৈশ্বিক প্রসারে সরকারি নীতিসহায়তা ও ব্র্যান্ডিং জরুরি

কৃষি ব্যাংকে জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত

খালেদা জিয়ার মৃত্যুতে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির শোক

নিউইয়র্কে ইউএসবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে আকিজ রিসোর্সের এমডি শেখ জসিম উদ্দিন

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

এখন থেকে পদ্মা সেতুর টোল মুহূর্তেই পরিশোধ করা যাবে নগদের মাধ্যমে