কাজী ফার্মস বন্যা-দুর্গত পরিবারের জীবিকা পুনর্গঠনে সহায়তা করার জন্য ১০ হাজার এক দিন বয়সী মুরগির বাচ্চা বিতরণের উদ্যোগ শুরু করেছে। প্রতিটি পরিবার চাহিদার ভিত্তিতে ২০ থেকে ৫০টি ব্রয়লার বা লেয়ার বাচ্চা পাচ্ছেন বিনামূল্যে।
বাড়ির উঠানে হাঁস-মুরগি পালন গ্রামীণ এলাকায় একটি সাধারণ এবং প্রচলিত জীবিকা এবং এই উদ্যোগ ৫০০ থেকে ১ হাজার পরিবারের আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়তা করবে।
আজ শুক্রবার থেকে শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত পরিবারদের মধ্যে এই এক দিনের বাচ্চা বিতরণ শুরু করবে। প্রথম ধাপে ৫ হাজার বাচ্চা ফেনী জেলার ফুলগাজী উপজেলায় সকাল ১০টার দিকে বিতরণ করা হবে। পরবর্তী শুক্রবার কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় বাকি ৫ হাজার বাচ্চা বিতরণ করা হবে।
এটি কাজী ফার্মসের পূর্ববর্তী উদ্যোগের ধারাবাহিকতা, যেখানে তারা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ১ কোটি ২২ লাখ টাকা দান করেছিল, যা জাতীয় দুর্যোগ মোকাবিলায় কোম্পানির অব্যাহত সহায়তার প্রতিফলন।