হোম > অর্থনীতি > করপোরেট

নেপালে আকিজ প্লাস্টিকসের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশের অন্যতম শিল্প পরিবার আকিজ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ প্লাস্টিকস লিমিটেড নেপালের রাজধানী কাঠমান্ডুতে পরিবেশক সম্মেলন করেছে। এতে ৫ শতাধিক পরিবেশকসহ প্রায় ৭০০ জনের প্রতিনিধি অংশ নেন। 

 ১৮ থেকে ২২ আগস্ট আকিজ প্লাস্টিকসের ভ্রমণ সূচি থাকে। এতে ২০ আগস্ট কাঠমান্ডুর ইয়ক অ্যান্ড ইয়াতি হোটেলের রয়্যাল গ্র্যান্ড কনফারেন্স হলে আকিজ প্লাস্টিকস অ্যান্ড পাইপস্ ‘অ্যাচিভার্স সামিট ২০২৩’ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসিরউদ্দিন বলেন, ‘দেশের সীমানা পেরিয়ে আকিজ প্লাস্টিকসের বিশ্বমানের প্লাস্টিক সামগ্রী বর্তমানে ভারত, সৌদি আরব এবং সুদানে রপ্তানি হচ্ছে। চলতি অর্থবছরে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বাজারে ১০ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা রয়েছে।’ 

আকিজ গ্রুপের সিইও সেখ আজরাফউদ্দিন বলেন, ‘প্লাস্টিক পণ্যের ক্ষেত্রে আকিজ শুধু বাংলাদেশের সেরা ব্র্যান্ড নয়; আন্তর্জাতিকভাবে বড় ব্রান্ডের স্বীকৃতির দাবিদার-আর সেই অভীষ্ট লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। বিদেশের মাটিতে এত বিপুলসংখ্যক পরিবেশকদের নিয়ে সম্মেলন এরই ইঙ্গিত বহন করে।’ 

চারটি চার্টারড বিমানে আগত অতিথিদের পুরো ভ্রমণের পরিব্যক্তিতে নেপাল টুরিজম বোর্ডের সিইও এয়ারপোর্টে আকিজ গ্রুপের চেয়ারম্যান এবং সিইওসহ নেপালে আগত সব অংশগ্রহণকারীদের গ্র্যান্ড অভ্যর্থনা দিয়ে স্বাগত জানান। নেপালে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি, বিমান বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ২০ তারিখে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত থেকে আকিজ গ্রুপের সাফল্য কামনা করেন। 

আকিজ প্লাস্টিকসের পরিবেশক সম্মেলনের অনুষ্ঠান উপস্থাপন করেন আকিজ গ্রুপের হেড অফ মার্কেটিং তারিক রায়হান মিঠু। উপস্থিত ছিলেন আকিজ প্লাস্টিকসের হেড অব অপারেশনস মিনহাজ বিন মিজান, আকিজ প্লাস্টিকসের হেড অব সেলস শহিদুল ইসলাম, আকিজ প্লাস্টিকসের হেড অব করপোরেট সেলস আতিকুর রহমান, আকিজ পাইপসের হেড অব অপারেশনস পরিতোষ মিত্র, আকিজ পাইপসের হেড অব সেলস ফজলুল হক মোল্লাসহ অনেকে।

সিটিজেনস ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

এমএসএমই খাতের বৈশ্বিক প্রসারে সরকারি নীতিসহায়তা ও ব্র্যান্ডিং জরুরি

কৃষি ব্যাংকে জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত

খালেদা জিয়ার মৃত্যুতে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির শোক

নিউইয়র্কে ইউএসবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে আকিজ রিসোর্সের এমডি শেখ জসিম উদ্দিন

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

এখন থেকে পদ্মা সেতুর টোল মুহূর্তেই পরিশোধ করা যাবে নগদের মাধ্যমে

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন