হোম > অর্থনীতি > করপোরেট

আম সংগ্রহ ও পাল্পিং কার্যক্রম শুরু করেছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ 

প্রতিবছরের মতো এ বছরও আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আম সংগ্রহ এবং পাল্পিং কার্যক্রম শুরু করেছে। ম্যাঙ্গো ফ্রুট ড্রিংকস ও ম্যাঙ্গোবার তৈরির উদ্দেশ্যে নাটোর, নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে মানসম্মত আম সংগ্রহ কার্যক্রম শুরু করেছে।

এক বিজ্ঞপ্তির মাধ্যমে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড জানিয়েছে, ৬ জুন থেকে চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পাল্প প্রসেসিং ফ্যাক্টরিতে আম সংগ্রহ এবং পাল্পিং কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ বছর প্রায় ২০ হাজার টন আম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কোম্পানিটি। এই আম সংগ্রহ এবং পাল্পিং কার্যক্রম আগামী আগস্ট মাস পর্যন্ত চলমান থাকবে।

আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পরিচালক (অপারেশন্স) সৈয়দ জহুরুল আলম বলেন, একমাত্র আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডই সরাসরি বাগান থেকে উন্নত মানের আম সংগ্রহ করে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পাকানোর ব্যবস্থা নিশ্চিত করে। পরবর্তী সময় সংগৃহীত আম থেকে অত্যাধুনিক মেশিনে হাতের কোনো স্পর্শ ছাড়াই এসেপ্টিক পদ্ধতিতে ম্যাঙ্গো পাল্প প্রস্তুত করা হয়। বাংলাদেশে একমাত্র আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড শুরু থেকেই এসেপ্টিক পদ্ধতিতে ম্যাঙ্গো পাল্প তৈরি করে আসছে এবং এই পদ্ধতিতে পাল্প সংরক্ষণের জন্য কোনোরূপ প্রিজারভেটিভ ব্যবহারের প্রয়োজন হয় না।

আরও উল্লেখ্য করা হয়, দেশে একমাত্র আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কাছেই রয়েছে সর্বাধুনিক জার্মান টেকনোলজির এসেপ্টিক জুস ফিলিং লাইন, যা শতভাগ প্রিজারভেটিভ মুক্ত। ফলে, ফ্রুট ড্রিংকসের গুণগত মান ও স্বাদ থাকে অক্ষুণ্ন।

সিটিজেনস ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

এমএসএমই খাতের বৈশ্বিক প্রসারে সরকারি নীতিসহায়তা ও ব্র্যান্ডিং জরুরি

কৃষি ব্যাংকে জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত

খালেদা জিয়ার মৃত্যুতে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির শোক

নিউইয়র্কে ইউএসবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে আকিজ রিসোর্সের এমডি শেখ জসিম উদ্দিন

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

এখন থেকে পদ্মা সেতুর টোল মুহূর্তেই পরিশোধ করা যাবে নগদের মাধ্যমে

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন