হোম > অর্থনীতি > করপোরেট

গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৫ পেল স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড

বিজ্ঞপ্তি

ছবি: সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে সম্প্রতি ১৬টি ক্যাটাগরিতে মোট ৩০টি প্রতিষ্ঠানকে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৫’ দেওয়া হয়েছে। এই সম্মানজনক স্বীকৃতির আওতায় প্রসাধনী খাতে পুরস্কৃত হয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। এই পুরস্কার প্রতিষ্ঠানটির পরিবেশবান্ধব উৎপাদন কার্যক্রম এবং টেকসই শিল্প ব্যবস্থাপনার প্রতি তাদের গভীর প্রতিশ্রুতির গুরুত্বপূর্ণ স্বীকৃতি বহন করে।

রাজধানীতে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ সাঈদ। এই বিশেষ মুহূর্তে স্কয়ার টয়লেট্রিজের রূপসী ফ্যাক্টরিতে সুপারভাইজার হিসেবে কর্মরত শিউলি আক্তার ফ্যাক্টরি টিমের সঙ্গে উপস্থিত ছিলেন।

এই স্বীকৃতি শুধু একটি পুরস্কার নয়, বরং এটি প্রতিষ্ঠান হিসেবে স্কয়ারের গভীর দায়বদ্ধতার প্রতিচ্ছবি। শুরু থেকেই স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড তাদের কর্মীদের জন্য একটি নিরাপদ, পরিবেশবান্ধব, স্বাস্থ্যকর ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর জোর দিয়েছে। বিশেষ করে নারী কর্মীদের জন্য তাদের রয়েছে ডে-কেয়ার সুবিধা, মাতৃত্বকালীন ছুটি, নিরাপদ যাতায়াতব্যবস্থা এবং নেতৃত্ব বিকাশের সমান ও পর্যাপ্ত সুযোগ। কর্মীদের সবার জন্য গ্রুপ বিমা, উন্নত স্বাস্থ্যসেবা, মানসম্মত খাবারের সুব্যবস্থা, ফেয়ার প্রাইস শপ, শিক্ষাবৃত্তি এবং আরও অনেক সহায়ক ব্যবস্থা চালু রয়েছে।

পরিবেশ সংরক্ষণে অঙ্গীকারবদ্ধ স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন কার্যকর ও উদ্ভাবনী উদ্যোগ নিয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— প্লাস্টিকের ব্যবহার ২৫ শতাংশ পর্যন্ত কমানো, নবায়নযোগ্য শক্তি হিসেবে সৌরশক্তির ব্যবহার বাড়ানো, বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা চালু করা এবং দূষণমুক্ত উৎপাদনপ্রক্রিয়া অনুসরণ করা। এসব উদ্যোগ স্কয়ার টয়লেট্রিজের পরিবেশবান্ধব ও দায়িত্বশীল শিল্প পরিচালনার প্রতিফলন ঘটিয়েছে।

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড দৃঢ়ভাবে বিশ্বাস করে, একটি সুস্থ পৃথিবী সবার অধিকার। তাই, মানুষ ও প্রকৃতির প্রতি তাদের দায়বদ্ধতা নিয়েই আগামী দিনের পথে অগ্রসর হতে চায়।

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

কক্সবাজারে এমজিআইয়ের বার্ষিক সেলস কনফারেন্স

ষষ্ঠবারের মতো এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ডিবিএল গ্রুপ

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পিএসটিসি স্টুয়ার্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন ড. নূর মোহাম্মদ

ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ফুডি

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা