হোম > অর্থনীতি > করপোরেট

আকর্ষণীয় এক্সচেঞ্জ অফারসহ অনার এক্স৮সি ফোনের প্রি-বুকিং শুরু

বিজ্ঞপ্তি

স্মার্টফোন বাজারে নতুন মানদণ্ড স্থাপনের প্রতিশ্রুতি নিয়ে শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ আকর্ষণীয় অনার এক্স৮সি ফোন নিয়ে আসছে। শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ হতে যাওয়া এই স্টাইলিশ স্মার্টফোনটির প্রি-বুকিং আজ থেকে শুরু হয়েছে, সাথে থাকছে দুর্দান্ত সব অফার।

প্রি-বুকিং চলাকালীন গ্রাহকদের জন্য একটি বিশেষ আকর্ষণীয় সুযোগ হলো এক্সচেঞ্জ অফার। গ্রাহকরা বর্তমানে ব্যবহার করছেন এমন যেকোনো ব্র্যান্ডের স্মার্টফোন অনার এক্স৮সি ফোনটির সাথে এক্সচেঞ্জ করতে পারবেন। এক্ষেত্রে এক্সচেঞ্জ করা ফোনের মূল্যের সমপরিমাণ অর্থ নতুন অনার এক্স৮সি ফোনটির দাম থেকে ছাড় দেওয়া হবে।

নান্দনিক ডিজাইনের পাশাপাশি অনার এক্স৮সি ফোনটি দুর্দান্ত পারফরম্যান্স নিশ্চিত করে। এতে রয়েছে বিশাল ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং শক্তিশালী ১৬ জিবি র‍্যাম (৮ জিবি ফিজিক্যাল ও ৮ জিবি এক্সটেন্ডেড)। ফটোগ্রাফির জন্য এতে ব্যবহার করা হয়েছে ৫ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা সহ ১০৮ মেগাপিক্সেলের এআই-সমর্থিত রিয়ার ক্যামেরা সিস্টেম এবং ফ্ল্যাশসহ ৫০ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা। এই ডিভাইসটির ডিজাইনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে অনার। ’দ্যা ওয়ার্ল্ডস ফেভারিট কালার’ হিসেবে স্বীকৃত মার্স গ্রিন কালার থেকে অনুপ্রাণিত হয়ে এর ডিজাইন করা হয়েছে। ব্যবহারকারীদের রুচি ও প্রয়োজন বিবেচনায় ফোনটি তিনটি আকর্ষণীয় রঙে বাজারে আসছে – মিডনাইট ব্ল্যাক, মুনলাইট হোয়াইট ও ক্লাউড পার্পল।

অনার এক্স৮সি ফোনের প্রি-বুকিং আজ ২৪ এপ্রিল থেকে শুরু হয়েছে এবং আগামী ২ মে পর্যন্ত চলবে। ফোনটি আনুষ্ঠানিকভাবে আগামী ২ মে থেকেই বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। স্মার্টফোন প্রেমীরা প্রি-বুকিং চলাকালীন অনারের এক্সপেরিয়েন্স শপগুলোতে সরাসরি ডিভাইসটি হাতে নিয়ে দেখার ও ব্যবহারের সুযোগ পাবেন।

যারা এই ডিভাইসটি প্রি-বুক করবেন, তারা নির্ধারিত ব্যাংক থেকে তিন মাসের জন্য সুদবিহীন ইএমআই (কিস্তি) সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়াও থাকছে ক্রয় পরবর্তী ১৮০ দিনের জন্য বিনামূল্যে ডিসপ্লে রিপ্লেসমেন্ট সুবিধা। প্রি-বুক করা গ্রাহকরা উপহার হিসেবে পাবেন অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) এবং প্রিমিয়াম সাউন্ড কোয়ালিটি সম্বলিত অনার চয়েস এক্স৭ লাইট ইয়ারবাড।

এই অফার এবং নতুন ফোন সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীগণ অনারের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

সিটিজেনস ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

এমএসএমই খাতের বৈশ্বিক প্রসারে সরকারি নীতিসহায়তা ও ব্র্যান্ডিং জরুরি

কৃষি ব্যাংকে জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত

খালেদা জিয়ার মৃত্যুতে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির শোক

নিউইয়র্কে ইউএসবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে আকিজ রিসোর্সের এমডি শেখ জসিম উদ্দিন

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

এখন থেকে পদ্মা সেতুর টোল মুহূর্তেই পরিশোধ করা যাবে নগদের মাধ্যমে

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন