হোম > অর্থনীতি > করপোরেট

রাঁধুনী নিবেদিত ‘মাংসের সেরা রেসিপি’ প্রতিযোগিতা শেষ হলো

রাঁধুনী নিবেদিত ও ওমেন কালিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘মাংসের সেরা রেসিপি’ অনলাইন কমপিটিশন ২০২৪-এর সিজন-৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হলো। গত ১৮ সেপ্টেম্বর উত্তরা লেডিস ক্লাবে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার পারভেজ সাইফুল ইসলাম, হেড অব মার্কেটিং ইমতিয়াজ ফিরোজ, ওমেন কালিনারি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও কালিনারি এক্সপার্ট নাজমা হুদা, ভাইস-প্রেসিডেন্ট ও রন্ধন বিশেষজ্ঞ কল্পনা রহমান এবং জেনারেল সেক্রেটারি দিলরুবা ফ্যান্সি। 

কোরবানির ঈদের মাংস রান্নার রেসিপি নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয় অনলাইনে। আর প্রাথমিক রাউন্ডের এই বিচারকাজও অনলাইনেই সম্পন্ন হয়। আর এই প্রতিযোগিতা ও বিচারকাজ সরাসরি দেখা গেছে ওমেন কালিনারি অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজে। 

দেশের বিভিন্ন প্রান্তের অংশগ্রহণকারীদের পাঠানো মাংসের রেসিপির মধ্য থেকে বিচারকেরা যাচাই-বাছাই করে ফাইনাল রাউন্ডের জন্য ১০ জনের রেসিপি নির্বাচন করা হয়। এই ১০ জনকে নিয়ে ঢাকায় সরাসরি ফাইনাল রাউন্ডে ছিল মাংস রান্নার আরও কঠিন সব চ্যালেঞ্জ। তাঁদের মধ্য থেকে বিচারকেরা বেছে নেন সেরা তিন প্রতিযোগীকে। তারা হলেন নাকিবা শুহরাত, সাদিয়া শামরিন হৃদি ও মাকসুদা বেগম। তাঁদেরকে পুরস্কার হিসেবে যথাক্রমে ৫০ হাজার, ৩০ হাজার ও ২০ হাজার টাকা দেওয়া হয়।

শিশুদের জন্য স্বাস্থ্যকর সমাধান ‘কারকুমা ভেজস্প্রেড’

রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের চুক্তি

সাউথইস্ট ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

সিটিজেনস ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

এমএসএমই খাতের বৈশ্বিক প্রসারে সরকারি নীতিসহায়তা ও ব্র্যান্ডিং জরুরি

কৃষি ব্যাংকে জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত

খালেদা জিয়ার মৃত্যুতে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির শোক

নিউইয়র্কে ইউএসবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে আকিজ রিসোর্সের এমডি শেখ জসিম উদ্দিন

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

এখন থেকে পদ্মা সেতুর টোল মুহূর্তেই পরিশোধ করা যাবে নগদের মাধ্যমে