হোম > অর্থনীতি > করপোরেট

সেভ দ্য চিলড্রেনের ‘সংযোগ’ প্রকল্পের সমাপনী অনুষ্ঠান

বিজ্ঞপ্তি

ছবি: সংগৃহীত

সেভ দ্য চিলড্রেনের ‘সংযোগ’ প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রসবোত্তর সেবার মানোন্নয়ন ও পরিবার পরিকল্পনা পদ্ধতি নেওয়ার হার বাড়ানোর লক্ষ্যে এই প্রকল্পের সাফল্য তুলে ধরা হয়েছে। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে জানানো হয়, নতুন বাবা–মায়েদের স্বাস্থ্যসেবা উন্নয়নে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সংস্থাটি প্রসবপরবর্তী সেবার গুণগত মান বাড়াতে ও পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে সহায়তার মাধ্যমে এই লক্ষ্য অর্জন করেছে।

সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত বলেন, সংযোগ মাতৃ ও শিশু স্বাস্থ্যের ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক আশরাফী আহমদ এই প্রকল্পের বিভিন্ন উদ্ভাবনী ধারণার প্রশংসা করেন।

অনুষ্ঠানের সভাপতি, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি ইউনিটের লাইন ডিরেক্টর মো. রফিকুল ইসলাম তালুকদার অবাঞ্ছিত গর্ভধারণ কমাতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান এবং এই উদ্যোগকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সংযোগ প্রকল্পটি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে ‘জিরো হোম ডেলিভারি’ ক্যাম্পেইন পরিচালনা করেছে। এর মাধ্যমে প্রকল্পটির কর্ম এলাকায় প্রাতিষ্ঠানিক প্রসব নিশ্চিতে কাজ করছে ও বাড়িতে প্রসব না করানোর বিষয়ে জোর দেওয়া হয়েছে। পাশাপাশি প্রকল্পটি সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রসবপরবর্তী সেবার মান উন্নয়নেও কাজ করেছে। সেভ দ্য চিলড্রেন ও রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) সহায়তায় পরিবার পরিকল্পনা অধিদপ্তর এই প্রকল্পের নেতৃত্বে ছিল। ২০১৯ সাল থেকে নোয়াখালী ও মাদারীপুর জেলার আটটি উপজেলায় এই প্রকল্পের কাজ চলছে।

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ