হোম > অর্থনীতি > করপোরেট

করপোরেট ফুটবল টুর্নামেন্ট এসসি কাপের উদ্বোধন

লিভারপুল ফুটবল ক্লাবের (এলএফসি) অন্যতম গোলদাতা ইয়ান রাশের উপস্থিতিতে এসসি কাপের ষষ্ঠ সিজনের উদ্বোধন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। এসসি কাপ একটি ফাইভ-এ-সাইড ফুটবল টুর্নামেন্ট, যেখানে দেশের বৃহৎ করপোরেট প্রতিষ্ঠানগুলোকে খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়। 

অক্টোবর মাসে টুর্নামেন্টটি আয়োজিত হবে এবং বিজয়ী দল লিভারপুল ফুটবল ক্লাবের বিখ্যাত হোমগ্রাউন্ড ‘অ্যানফিল্ড’-এ ভ্রমণ ও সরাসরি লিভারপুলের খেলা উপভোগ করার সুযোগ পাবে। 

লিভারপুল কিংবদন্তি ইয়ান রাশের এটিই ছিল প্রথম বাংলাদেশ সফর। সফরকালে তিনি ভক্তদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি এসসি কাপ নিয়ে তাঁর প্রত্যাশা ব্যক্ত করেন এবং প্রতিযোগীদের উৎসাহ দেন। গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকালে ইয়ান রাশ তাঁর ক্যারিয়ার, বর্তমান ফুটবল প্রেক্ষাপটসহ বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ করেন। 

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, ‘লিভারপুল কিংবদন্তি ইয়ান রাশের উপস্থিতিতে এবারের এসসি কাপ টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করতে পেরে আমরা আনন্দিত। লিভারপুলের অগণিত সাফল্যের এই নায়ককে স্বাগত জানাতে পেরে আমরা গর্ববোধ করছি। ক্লাবের সঙ্গে স্ট্যান্ডার্ড চার্টার্ডের অংশীদারত্বের মাধ্যমে আমরা এমন দুর্দান্ত কিছু কাজ করতে পারছি যা অর্থ দিয়ে কেনা সম্ভব নয়।’ 

বিগত বছরগুলোয় স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ মোট পাঁচটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে। খেলার প্রতি ভালোবাসা রেখে নিজেদের চ্যালেঞ্জ করতে ও ফুটবল দক্ষতা বাড়াতে এবং সহকর্মী ও সতীর্থদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে দলগুলো টুর্নামেন্টে অংশ নেয়। এসসি কাপের আগের বিজয়ীদের মধ্যে গ্রামীণফোন, বাংলাট্র্যাক এবং রবি উল্লেখযোগ্য।

সিটিজেনস ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

এমএসএমই খাতের বৈশ্বিক প্রসারে সরকারি নীতিসহায়তা ও ব্র্যান্ডিং জরুরি

কৃষি ব্যাংকে জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত

খালেদা জিয়ার মৃত্যুতে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির শোক

নিউইয়র্কে ইউএসবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে আকিজ রিসোর্সের এমডি শেখ জসিম উদ্দিন

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

এখন থেকে পদ্মা সেতুর টোল মুহূর্তেই পরিশোধ করা যাবে নগদের মাধ্যমে

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন