হোম > অর্থনীতি > করপোরেট

বাপাউবোর মহাপরিচালকের সঙ্গে বোর্ড কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময়

আজকের পত্রিকা ডেস্ক­

বাপাউবোর মহাপরিচালকের সঙ্গে বোর্ড কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ বোর্ডের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও গতিশীল করতে ৩৯টি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন। গতকাল বুধবার (১৩ আগস্ট) গ্রিন রোডস্থ পানি ভবনে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি ঢাকাস্থ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও অনলাইনে যুক্ত ফিল্ড দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন।

সভায় মহাপরিচালক সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতা বজায় রেখে সুষম ও সময়নিষ্ঠ কার্যক্রম সম্পাদনের ওপর জোর দিয়েছেন। সে লক্ষ্যে ৩৯টি নির্দেশনামূলক পদক্ষেপ উপস্থাপন করেন। যাতে সময়মতো এডিপি বাস্তবায়ন; প্রকল্পভিত্তিক অগ্রগতি রিপোর্ট; রাজস্ব বাজেটভুক্ত কাজের ১৫ দিন অন্তর বই আকারে ফটো, অগ্রগতির বিবরণসহ রিপোর্ট; দরপত্র আহ্বানের দ্রুত ব্যবস্থা ও একটি অনলাইন প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল। তিনি রাজস্ব বাজেটের আওতায় বন্যার সময় বাস্তবায়িত কিছু জরুরি নদীর তীর প্রতিরক্ষা কাজের প্রিকশনারি ডিজাইন অনুসরণ করা, প্রতিটি ফিল্ড অফিস থেকে সময়মতো ওয়ার্কপ্ল্যান দেওয়া ও তা সময়ে সময়ে আপডেট করার নির্দেশ দেন।

মহাপরিচালক নির্দেশনায় বলেন, কারিগরি কমিটি গঠন ও রিপোর্ট সবুজপাতাভুক্ত প্রকল্প ইত্যাদির লক্ষ্যমাত্রা, অগ্রগতির অবস্থাসহ রিপোর্ট সব সময় আপডেট থাকা, আন্তর্জাতিক মানের একটি ট্রেনিং ম্যানুয়াল তৈরি করা, বাপাউবোর সংস্কার নিয়ে ই-মেইলের মাধ্যমে ঢাকা ও ফিল্ডের সব দপ্তরের প্রস্তাব নেওয়া, কর্মকর্তারা নোটবুকে তাঁর প্রতিদিনের কর্মকাণ্ড রেকর্ড করবেন, জরুরি কাজ বাস্তবায়নের ক্ষেত্রে তত্ত্বাবধায়ক প্রকৌশলী নিজে সাইট ভিজিট করে ইমার্জেন্সি ডিক্লেয়ার করবেন, প্রতিটি কার্যসাইটে ওয়েট মেশিন রাখা, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত সংবাদ, মন্ত্রণালয় থেকে প্রাপ্ত যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে ও বাপাউবোতে প্রাপ্ত কোনো আবেদনের ওপর ব্যবস্থা নিতে হবে এবং গৃহীত ব্যবস্থাসমূহ সন্নিবেশ করে এ বিষয়ে একটি অনলাইন অ্যাপস তৈরি করার নির্দেশ দেন।

প্রকল্প বাস্তবায়নের সময় পূর্বানুমোদন ছাড়া কোনো অতিরিক্ত কাজ বাস্তবায়ন না করা, পানি উন্নয়ন বোর্ডের জন্য একটি মাস্টারপ্ল্যান প্রণয়ন করা, জুট, জিও ব্যাগ কোম্পানির সঙ্গে যোগাযোগ করে জুট ফ্যাব্রিকস তৈরি করার পদক্ষেপ নেওয়া, বনায়ন নীতিমালা আপডেট করা, প্রতিটি গ্রেডের কর্মচারীদের জন্য সিনিয়রিটি লিস্ট তৈরি করা, ড্রেজার ও যান্ত্রিক উইংয়ের গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, বাপাউবোর অধিগ্রহণকৃত সব জমির নামজারি সম্পন্ন করা, বাপাউবোর সব অধিগ্রহণকৃত জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করা, মাঠপর্যায়ে প্রতিটি দপ্তরে কোনো ব্যক্তি কোনো আবেদন অথবা অভিযোগ নিয়ে এলে তা আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, টিওঅ্যান্ডই চূড়ান্তপূর্বক এ-সম্পর্কিত সমস্যার সমাধান করতে তিনি নির্দেশনা দেন।

তিনি বলেন, প্রত্যেক প্রধান প্রকৌশলী তাঁর জোনের আওতাধীন রেগুলেটর ও রেগুলেটর কানেক্টিং খাল কার্যকরী রয়েছে কি না, সে বিষয়ে ব্যবস্থা নেবেন, রাজস্ব খাতের আওতায় মেরামতকাজের বাজেট বরাদ্দ দুই ধাপে প্রণয়ন করে তা বাস্তবায়ন করা, বন্যাকালে জরুরি কাজের জন্য একটি টেকনিক্যাল গ্রিডলাইন প্রণয়ন করা, এক বছরের মধ্যে সব শূন্য পদে নিয়োগপ্রক্রিয়া শুরু/সম্পন্ন করতে হবে। তিনি পানি উন্নয়ন বোর্ডকে পেপারলেস অফিস তৈরির জন্য পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।

মহাপরিচালক মহোদয়ের উপরোক্ত নির্দেশনাসমূহের ওপর বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারী প্রতিনিধিরা বক্তব্য দেন এবং মহাপরিচালকের এ-জাতীয় উদ্যোগকে স্বাগত জানিয়ে বোর্ডের সার্বিক উন্নয়নের স্বার্থে মহাপরিচালকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ