হোম > অর্থনীতি > করপোরেট

বিডিকলিং আইটির সঙ্গে চুক্তি করল প্রিয় পে

বিজ্ঞপ্তি

বিডিকলিং আইটির সঙ্গে চুক্তি করল প্রিয় পে। ছবি: সংগৃহীত

ক্রস-বর্ডার পেমেন্ট সার্ভিস গ্রহণে প্রিয় পের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে দেশের অন্যতম আউটসোর্সিং সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিডিকলিং আইটি লিমিটেড। এর ফলে আন্তর্জাতিক ক্লায়েন্টের পেমেন্ট গ্রহণ ও দেশীয় ব্যাংকের মাধ্যমে অর্থ উত্তোলন আরও সহজ হলো প্রতিষ্ঠানটির জন্য।

সম্প্রতি প্রিয় পের ঢাকা কার্যালয়ে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রিয় পের সিইও জাকারিয়া স্বপন এবং বিডিকলিং আইটির সিইও মুহাম্মদ মনির হোসাইন। এ ছাড়া উপস্থিত ছিলেন বিডিকলিংয়ের সিএফও মো. ওমর ফারুক, প্রিয় পের হেড অব অপারেশনস পাইক ইকবাল হোসেইন এবং প্রতিষ্ঠানদ্বয়ের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা।

যুক্তরাষ্ট্রের ফিনটেক প্রতিষ্ঠান প্রিয় ইনকরপোরেশনের ক্রস-বর্ডার পেমেন্ট প্ল্যাটফর্ম প্রিয় পের মাধ্যমে ক্রস-বর্ডার বাণিজ্য ও সেবাদানকারী ব্যবসাপ্রতিষ্ঠান, ফ্রিল্যান্সার এবং রিমোট কর্মীরা সহজেই তাদের পেমেন্ট গ্রহণ করতে পারেন। এ ছাড়া ডলার থেকে রিয়েল-টাইমে টাকায় ট্রান্সফার, যেকোনো বাংলাদেশি ব্যাংক থেকে টাকা উত্তোলনের সুবিধা, কার্ডের মাধ্যমে ৫০ বেশি দেশে এটিএম থেকে স্থানীয় মুদ্রায় অর্থ উত্তোলন, গুগল পে এবং অ্যাপন পের সঙ্গে যুক্ত করে ভার্চুয়াল কার্ডে পেমেন্টসহ বিভিন্ন ধরনের সেবা পাওয়া যায়। ফলে খুব সহজেই আন্তর্জাতিক যেকোনো সেবা গ্রহণ করে দেওয়া যায় পেমেন্ট।

অন্যদিকে বিডিকলিং আইটি লিমিটেড দেশের অন্যতম তথ্যপ্রযুক্তি ও আউটসোর্সিং সেবাদানকারী প্রতিষ্ঠান। ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন আউটসোর্সিং সেবায় প্রতিষ্ঠানটিতে বর্তমানে এক হাজারের বেশি কর্মী যুক্ত রয়েছেন। প্রতিষ্ঠানটি এখন থেকে প্রিয় পের মাধ্যমে দেশের বাইরের পেমেন্ট গ্রহণ এবং সেই অর্থ দেশীয় ব্যাংকের মাধ্যমে উত্তোলন করবে।

প্রিয় পের সিইও জাকারিয়া স্বপন বলেন, ‘বিডিকলিং আইটি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক গ্রাহকদের সেবা প্রদান করছে। এমন প্রতিষ্ঠানকে সেবা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’

বিডিকলিং আইটি লিমিটেডের সিইও মুহাম্মদ মনির হোসেইন বলেন, ‘প্রিয় পের সঙ্গে এই পার্টনারশিপের ফলে ফ্রিল্যান্সারদের পেমেন্ট প্রসেসিংয়ের সময় কমে যাবে এবং দ্রুততম সময়ের মধ্যে লেনদেন প্রক্রিয়া সম্পন্ন হবে। বাংলাদেশের মেধাবী তরুণদের সমৃদ্ধিতে এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত।’

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ