জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের জন্য অগ্রণী ব্যাংকের আট কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে। আজ বুধবার ব্যাংকটির প্রধান কার্যালয়ের পঞ্চম তলায় এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মকর্তাদের হাতে জাতীয় শুদ্ধাচার পুরস্কার ও সনদ তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর।
পুরস্কার পাওয়া কর্মকর্তারা হলেন উপমহাব্যবস্থাপক শিরীন আক্তার, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. মাহমুদুল হাসান, মো. জাকারিয়া মণ্ডল, মো. বাদল মিয়া, মুহাম্মদ আনোয়ারুজ্জ মান ও মো. আশরাফুল ইসলাম সরকার, প্রিন্সিপাল অফিসার খালেদ মুহাম্মদ সাইফুদ্দিন ও শেখ মো. খায়রুল হুদা।
অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম, শ্যামল কৃষ্ণ সাহা ও রেজিনা পারভীনসহ ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। মহাব্যবস্থাপক (বিএসইউসিডি) ও শুদ্ধাচার ফোকাল পয়েন্ট হোসাইন ঈমান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপমহাব্যবস্থাপক জাকিয়া পারভীন।
সিইও মুরশেদুল বলেন, ‘ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ভালো কাজের জন্য সর্বদাই উৎসাহ দেওয়া অব্যাহত রাখবে।’ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সততা, দায়িত্বশীলতা ও একাগ্রতার মাধ্যমে শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের আহ্বান জানান তিনি।