হোম > অর্থনীতি > করপোরেট

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অগ্রণী ব্যাংকের শ্রদ্ধাঞ্জলি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে অগ্রণী ব্যাংক। এ ছাড়া গতকাল মঙ্গলবার বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। 

গতকাল সকালে অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জায়েদ বখ্ত ও ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীরের নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় অগ্রণী ব্যাংকের পরিচালক বিশ্বজিৎ ভট্টাচার্য খোকন, এনডিসি, মফিজ উদ্দীন আহমেদ, কাশেম হুমায়ূন, খোন্দকার ফজলে রশিদ, তানজিনা ইসমাইল ও মো. শাহাদাৎ হোসেন, এফসিএ, উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম, মো. আনোয়ারুল ইসলাম, শ্যামল কৃষ্ণ সাহা ও রেজিনা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ওয়েবিনারের মাধ্যমে ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ শীর্ষক এক শোকসভার আয়োজন করা হয়। সভায় ব্যাংকের চেয়ারম্যান, পরিচালকেরা, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও, সর্বস্তরের নির্বাহী, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন। এ ছাড়া বাদ যোহর দোয়া মাহফিল, তোরণ নির্মাণ, প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধুর ওপর প্রামাণ্য চিত্র প্রদর্শন, সব সার্কেল, অঞ্চল ও শাখায় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

১৪তম বর্ষে নভোএয়ার, টিকিটে বিশাল ছাড়

ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন