নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ব্যাংক ফের ডলারের দাম বাড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাংক আজ সোমবার বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ৯৬ টাকা দরে ৬৫ মিলিয়ন ডলার বিক্রয় করেছে। তার আগের দিন ডলারের রেট ছিল ৯৫ টাকা।
এতে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ দশমিক ১৩ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে সোমবার খোলা বাজারে এক ডলার বিক্রয় হয়েছে ১১৪ টাকা। যা গত সপ্তাহে ছিল ১০৯ টাকা থেকে ১১০ টাকা।
মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব সেখ হেলাল উদ্দিন বলেন, ‘আমরা সোমবার প্রতি ডলার ১০৬ টাকায় কিনেছি এবং তা ১০৭ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করছি।’