হোম > অর্থনীতি

প্রিমিয়ার ব্যাংক গুলশান সার্কেল-২ শাখা নতুন ঠিকানায় স্থানান্তরিত

বিজ্ঞপ্তি

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির গুলশান সার্কেল-২ শাখা নতুন ঠিকানায় উদ্বোধন করা হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

বৃহত্তর নতুন পরিসরে গ্রাহকদের সবচেয়ে আধুনিক এবং সর্বোত্তম সেবা প্রদানে সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির স্থানান্তরিত গুলশান সার্কেল-২ শাখা উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাসিম সেকান্দার, উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) সৈয়দ আবুল হাশেম, এফসিএ, এফসিএমএ, উপব্যবস্থাপনা পরিচালক এবং গুলশান সার্কেল-২ শাখার প্রধান নিয়ামত উদ্দিন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক।

আরও উপস্থিত ছিলেন দিলকুশা শাখার প্রধান আবদুল কাইয়ুম চৌধুরী; ইভিপি ও ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগের প্রধান মো. তারেক উদ্দিন, মিথিলা টেক্সটাইলের চেয়ারম্যান আজহার খান, পূর্বাচল অ্যাপারেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ হোসেন, ডেনিম এক্সপার্ট লিমিটেডের পরিচালক মহিউদ্দিন রুবেলসহ ব্যাংকের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর বলেন, ‘টেকসই ব্যাংকিং ও আস্থা অর্জনের মাধ্যমে এগিয়ে যাচ্ছে প্রিমিয়ার ব্যাংক। আমরা গ্রাহকসেবা ও সন্তুষ্টি অর্জনের জন্য নিত্যনতুন প্রোডাক্ট চালুর মাধ্যমে মানুষের দোরগোড়ায় ব্যাংকিংসেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি।’

উদ্বোধন হওয়া স্থানান্তরিত গুলশান সার্কেল-২ শাখা ঢাকার গুলশান অ্যাভিনিউ ১০৯ রোডের সিম্পল ট্রি জিএসআরের দ্বিতীয় তলায় পুরোদমে ব্যাংকিংসেবা চালু হয়েছে।

আদালতের রায়ে ইতিহাস গড়লেন ইলন মাস্ক, সম্পদ ছাড়াল ৭০০ বিলিয়ন ডলার

পুঁজিবাজারে নথি জমা এখন এক ক্লিকে

দেশের প্রথম ‘ক্যাশলেস’ জেলা হতে যাচ্ছে কক্সবাজার

প্রগতি ইন্ডাস্ট্রিজের গ্র্যাচুইটি ফান্ড: কর্মকর্তার অবহেলায় ৬৫ লাখ টাকার ক্ষতি

বিসিআইয়ের সাধারণ সভা: ভ্যাট ও করকাঠামো যুক্তিসংগত করার দাবি

ব্যাংকিং খাতে সঞ্চিতির সংকট: সুরক্ষা ঝুঁকিতে গ্রাহকের আমানত

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

পুনরায় বিটিএমএর প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল

খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১২৬ টাকা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই