হোম > অর্থনীতি

পশুর চামড়ার দাম নির্ধারণ

গরুতে ৫, ছাগলে ২ টাকা বাড়ল প্রতি বর্গফুটে

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

আসন্ন কোরবানির ঈদে লবণযুক্ত গরুর চামড়ার প্রতি বর্গফুটে ৫ টাকা এবং ছাগলে ২ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে সরকার। পাশাপাশি ঢাকায় ছোট গরুর একটি চামড়ার সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৫০ টাকা, আর ঢাকার বাইরে ১ হাজার ১৫০ টাকা।

গতকাল রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম এবার নির্ধারণ করা হয়েছে ৬০ থেকে ৬৫ টাকা। গত বছর ছিল ৫৫ থেকে ৬০ টাকা। ঢাকার বাইরে দর হবে ৫৫ থেকে ৬০ টাকা, যা আগের বছর ছিল ৫০ থেকে ৫৫ টাকা।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘এ বছর প্রতি বর্গফুট চামড়ার দামের পাশাপাশি ছোট গরুর আয়তন হিসেবে সর্বনিম্ন দামও নির্ধারণ করে দিয়েছি। এ বছর গরুর লবণযুক্ত চামড়ার সর্বনিম্ন দাম ১ হাজার ১৫০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এ দাম ঢাকায় হবে ১ হাজার ৩৫০ টাকা। আর বড় গরুর ক্ষেত্রে চামড়ার আকার অনুযায়ী দর নির্ধারণ হবে ক্রেতা-বিক্রেতার আলোচনায়।’

এ ছাড়া, লবণযুক্ত খাসির চামড়ার প্রতি বর্গফুটের দাম ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়া ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর এই দাম যথাক্রমে ছিল ২০ থেকে ২৫ এবং ১৮ থেকে ২০ টাকা।

চামড়া সংরক্ষণে সরকার বিনা মূল্যে লবণ দেবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘আমরা ৮৬ হাজার কসাইকে প্রশিক্ষণ দিয়েছি। দুটি তথ্যচিত্র তৈরি করেছি, যেখানে দেখানো হবে কীভাবে চামড়া ঠিকভাবে সংরক্ষণ করতে হয়।’

ঈদুল আজহার সময় ঢাকায় অতিরিক্ত চামড়ার ভিড় ঠেকাতে ঈদের পর ১০ দিন ঢাকায় বাইরের চামড়া ঢুকতে দেওয়া হবে না। পাশাপাশি, কাঁচা চামড়া রপ্তানির ওপর থাকা নিষেধাজ্ঞাও তিন মাসের জন্য শিথিল করা হচ্ছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান এবং অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহমান খান উপস্থিত ছিলেন।

বেনাপোলে দুই মাস ধরে আটকা সুপারিবাহী ১৫০ ট্রাক, দৈনিক লোকসান ৩ লাখ টাকা

তেল-পেঁয়াজে দাম বাড়তি, সবজিতে ফিরছে স্বস্তি

উত্তরা ব্যাংকের ২৫০তম শাখার উদ্বোধন

টানা চার মাস কমল রপ্তানি আয়

৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিল সিগারেট কোম্পানি

১২তম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু রোববার

প্রশান্ত মহাসাগরে দুই প্রকল্পের অনুমোদন দিল এডিবি-বিশ্বব্যাংক

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা

১৪টি বন্ধ পাটকল বেসরকারি খাতে, আরও হস্তান্তরের প্রক্রিয়া চলছে: বাণিজ্য উপদেষ্টা

মেট্রো রেলস্টেশনে ৯টি সুপারস্টোর চালু করবে এমজিআই