হোম > অর্থনীতি

পুঁজিবাজারে শিবলী কমিশনের আড়ি পাতার উদ্যোগ বাতিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ব্যক্তিগত তৎপরতার খোঁজখবর রাখতে আড়ি পাতার জন্য উদ্যোগ নিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই আয়োজনের পরিকল্পনাকারী সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত–উল–ইসলাম। তবে সেই উদ্যোগ বাতিল করেছে বর্তমান কমিশন। শিগগিরই অর্থ মন্ত্রণালয়ে পাঠানো এ সংক্রান্ত প্রস্তাবের চিঠি প্রত্যাহার করা হবে।

আজ বুধবার ৯১৬ তম জরুরি কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। 

বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এ বিষয়ে বিএসইসির এক শীর্ষ কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘আগের কমিশন ওই উদ্যোগ বাস্তবায়নের জন্য ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সঙ্গে একটি সমঝোতা চুক্তি করার অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছিল। আমরা চিঠি দিয়ে তা প্রত্যাহার করে নেব।’ 

খোঁজ নিয়ে জানা যায়, বিনিয়োগকারীদের ওপর আড়ি পাতার লক্ষ্যে তৎকালীন কমিশন থেকে এনটিএমসির সঙ্গে একটি সমঝোতা চুক্তিতে যাওয়ারও চেষ্টা হয়। এ–সংক্রান্ত খসড়া রূপরেখা পর্যালোচনা করে দেখা গেছে, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে এনটিএমসির দায়িত্বশীলেরা বিনিয়োগকারীদের অনলাইন কার্যক্রম এবং ভয়েস কল রেকর্ডের ক্ষমতা পেতেন। 

সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের দাবি, শিবলী কমিশনের এ উদ্যোগ পুঁজিবাজারের এসব বিনিয়োগকারীর জন্য খুবই আতঙ্কের সংবাদ। কারণ, এনটিএমসি একটি গোয়েন্দা সংস্থা হিসেবে প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের তথ্য এবং যোগাযোগের ডেটা নিরীক্ষণ, সংগ্রহ এবং রেকর্ড করার ক্ষমতা রাখে। ফলে মানুষের কাছে এটি ভয়ের। 

 এ নিয়ে আজকের পত্রিকায় আজ (২৮ আগস্ট) প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আর এরপরই খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে এল।

বেনাপোলে দুই মাস ধরে আটকা সুপারিবাহী ১৫০ ট্রাক, দৈনিক লোকসান ৩ লাখ টাকা

তেল-পেঁয়াজে দাম বাড়তি, সবজিতে ফিরছে স্বস্তি

উত্তরা ব্যাংকের ২৫০তম শাখার উদ্বোধন

টানা চার মাস কমল রপ্তানি আয়

৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিল সিগারেট কোম্পানি

১২তম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু রোববার

প্রশান্ত মহাসাগরে দুই প্রকল্পের অনুমোদন দিল এডিবি-বিশ্বব্যাংক

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা

১৪টি বন্ধ পাটকল বেসরকারি খাতে, আরও হস্তান্তরের প্রক্রিয়া চলছে: বাণিজ্য উপদেষ্টা

মেট্রো রেলস্টেশনে ৯টি সুপারস্টোর চালু করবে এমজিআই