হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে তাজরিন (১১) ও জান্নাতুন (৯) নামের দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার বকুয়া ইউনিয়নের কিশমত ভৈষা গ্রামে এ ঘটনা ঘটে।

তাজরিন বহরমপুর বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। সে কিশমত ভৈষা গ্রামের আব্দুল হাকিমের মেয়ে। জান্নাতুন একই গ্রামের জহুরুল হকের মেয়ে এবং কিশমত ভৈষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ত।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে একসঙ্গে কয়েকজন মিলে পুকুরে গোসল করতে নামে শিশুরা। গোসলের একপর্যায়ে তাজরিন ও জান্নাতুন পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পরও তারা ফিরে না আসায় খোঁজ শুরু করেন স্বজনেরা। পরে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

গ্রামের প্রবীণ ব্যক্তি মোবারক আলী জানান, এই পুকুরে এর আগে কখনো এমন দুর্ঘটনা ঘটেনি। হয়তো পুকুরের গভীর অংশে গিয়ে দুজনই ডুবে গেছে।

তাজরিনের শিক্ষক মঞ্জুরুল ইসলাম বলেন, তাজরিন ছিল খুব মেধাবী ছাত্রী। ক্লাসে সব সময় আগ্রহ নিয়ে পড়াশোনা করত। তার এভাবে চলে যাওয়াটা মেনে নেওয়া কঠিন।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মণ্ডল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনিপ্রক্রিয়া চলছে।

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি

সূর্যের দেখা নেই, কনকনে ঠান্ডায় কাবু জনজীবন

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে সার মজুত: ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড, ৭৬৬ বস্তা জব্দ

প্রণোদনার পরও গম আবাদ ছাড়ছেন চাষিরা

সার নিয়ে ক্ষোভে ‘কৃষকের’ ঘুষিতে দাঁত ভাঙল কর্মকর্তার, থানায় মামলা

ঠাকুরগাঁও-১, ২ ও ৩: এলোমেলো বিএনপি গোছানো জামায়াত