হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ল গরু-ঘরবাড়ি, সর্বস্ব হারাল চার পরিবার

ঠাকুরগাঁও প্রতিনিধি

আগুনে চারটি পরিবারের ঘর ও সেগুলোর মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশানগাঁও গ্রামে আগুনে চারটি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। রোববার রাত পৌনে ১০টার দিকে শাহারুল ইসলামের বাড়িতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে চারটি গরু ও দুটি ছাগল পুড়ে মারা গেছে। ভস্মীভূত হয়েছে অন্তত আটটি ঘর ও সেগুলোর মালামাল।

চারটি পরিবার দাবি করেছে, অগ্নিকাণ্ডে অন্তত ১০ লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে তাদের। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে চারটি পরিবারের সব শেষ হয়ে যায়।

ফায়ার সার্ভিস জানায়, কয়েল থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত শাহারুল ইসলাম বলেন, ‘গরুর ঘরে কয়েল দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ আগুন আগুন চিৎকার শুনে বেরিয়ে দেখি, আমার গরুগুলো আগুনে ছটফট করছে। কোনো কিছুই আর বাঁচাতে পারিনি। আমার চারটা গরু, একটা ছাগল সব পুড়ে গেল।’

পাশের বাড়ির খালেকও গরু ও ছাগল হারিয়েছেন। তিনি বলেন, ‘এই গরুটা ছিল আমার একমাত্র ভরসা। আগুন শুধু গরুই না, আমার ঘরবাড়িও শেষ করে দিয়েছে। এখন পরিবার নিয়ে কোথায় থাকব জানি না।’ অন্য দুই ক্ষতিগ্রস্ত মুসলিম উদ্দিন ও তোসলিম উদ্দিন জানান, পুড়ে যাওয়া ঘরে ছিল তাদের ধান-চাল, বিছানাপত্র, জামা-কাপড় ও প্রয়োজনীয় সব জিনিসপত্র। আগুনে কিছুই অবশিষ্ট নাই।

গেদুড়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘রাতে খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যাই। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিকভাবে খাদ্য ও বস্ত্র দিয়ে সহায়তা করা হয়েছে। উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে আর্থিক সহায়তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ঠাকুরগাঁওয়ে পাঁচ পরীক্ষার্থীর কারাদণ্ড, একজনকে জরিমানা

জলাতঙ্কের টিকা নেই, হয়রান রোগীরা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি

সূর্যের দেখা নেই, কনকনে ঠান্ডায় কাবু জনজীবন

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে সার মজুত: ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড, ৭৬৬ বস্তা জব্দ

প্রণোদনার পরও গম আবাদ ছাড়ছেন চাষিরা