হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ল গরু-ঘরবাড়ি, সর্বস্ব হারাল চার পরিবার

ঠাকুরগাঁও প্রতিনিধি

আগুনে চারটি পরিবারের ঘর ও সেগুলোর মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশানগাঁও গ্রামে আগুনে চারটি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। রোববার রাত পৌনে ১০টার দিকে শাহারুল ইসলামের বাড়িতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে চারটি গরু ও দুটি ছাগল পুড়ে মারা গেছে। ভস্মীভূত হয়েছে অন্তত আটটি ঘর ও সেগুলোর মালামাল।

চারটি পরিবার দাবি করেছে, অগ্নিকাণ্ডে অন্তত ১০ লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে তাদের। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে চারটি পরিবারের সব শেষ হয়ে যায়।

ফায়ার সার্ভিস জানায়, কয়েল থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত শাহারুল ইসলাম বলেন, ‘গরুর ঘরে কয়েল দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ আগুন আগুন চিৎকার শুনে বেরিয়ে দেখি, আমার গরুগুলো আগুনে ছটফট করছে। কোনো কিছুই আর বাঁচাতে পারিনি। আমার চারটা গরু, একটা ছাগল সব পুড়ে গেল।’

পাশের বাড়ির খালেকও গরু ও ছাগল হারিয়েছেন। তিনি বলেন, ‘এই গরুটা ছিল আমার একমাত্র ভরসা। আগুন শুধু গরুই না, আমার ঘরবাড়িও শেষ করে দিয়েছে। এখন পরিবার নিয়ে কোথায় থাকব জানি না।’ অন্য দুই ক্ষতিগ্রস্ত মুসলিম উদ্দিন ও তোসলিম উদ্দিন জানান, পুড়ে যাওয়া ঘরে ছিল তাদের ধান-চাল, বিছানাপত্র, জামা-কাপড় ও প্রয়োজনীয় সব জিনিসপত্র। আগুনে কিছুই অবশিষ্ট নাই।

গেদুড়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘রাতে খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যাই। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিকভাবে খাদ্য ও বস্ত্র দিয়ে সহায়তা করা হয়েছে। উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে আর্থিক সহায়তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সার নিয়ে ক্ষোভে ‘কৃষকের’ ঘুষিতে দাঁত ভাঙল কর্মকর্তার, থানায় মামলা

ঠাকুরগাঁও-১, ২ ও ৩: এলোমেলো বিএনপি গোছানো জামায়াত

সম্পত্তির বিরোধে বাবার লাশ আটকে রাখল ছেলে, ২৩ ঘণ্টা পর দাফন

ঠাকুরগাঁও চিনিকলে চার দফা দাবিতে শ্রমিক সমাবেশ

ঠাকুরগাঁওয়ে বাউলশিল্পীদের ওপর হামলা, তিনজন হাসপাতালে

বাউলদের ওপর হামলা উগ্র ধর্মান্ধদের কাজ: মির্জা ফখরুল

চলন্ত ট্রেনে ফেরিওয়ালা খুন: সিরাজগঞ্জ ও দিনাজপুর থেকে ৪ আসামি গ্রেপ্তার

পীরগঞ্জে ট্রেনে দুই হকারের মারামারি, ছুরিকাঘাতে একজনের মৃত্যু

ইউএনওর আইডি বিড়ম্বনায় জন্মনিবন্ধনের কাজ বন্ধ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা

হাসিনার রায়ের প্রতিবাদে মিছিল, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৮ নেতা-কর্মীর নামে মামলা