হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে র‍্যাবের হাতে দুই মাদক কারবারি গ্রেপ্তার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

র‍্যাবের হাতে গ্রেপ্তার দুই মাদক কারবারি। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের সখীপুরে আজিজুর রহমান (৫০) ও মাসুদ রানা ওরফে মাসুম (২৮) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্প। এ সময় তাঁদের কাছ থেকে ৯১ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আজ শনিবার ভোরে গ্রেপ্তার দুজনকে সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা ধলীপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। র‍্যাব-১৪ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সখীপুর থানা ও র‍্যাব টাঙ্গাইল ক্যাম্প সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সিপিসি-৩, র‍্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সখীপুর উপজেলার কালিয়া ঘোনারচালা গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের ধলীপাড়া এলাকার আজিজুর রহমানের বসতবাড়ির থেকে ৯১ পিস ইয়াবা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুজনকে আটক করে র‍্যাব।

এ বিষয়ে জানতে চাইলে র‍্যাব-১৪ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন