হোম > সারা দেশ > টাঙ্গাইল

চাঁদা চাওয়ার প্রতিবাদে ঢাকা-গোপালপুর রুটে বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ঢুকতে চাঁদা চাওয়ার প্রতিবাদে ঢাকা-গোপালপুর রুটে বাস চলাচল বন্ধ রেখেছে টাঙ্গাইল বাস মালিক সমিতি। আজ বৃহস্পতিবার দুপুর থেকে ওই রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

টাঙ্গাইল বাস মালিক সমিতির অভিযোগ, ওই রুটে চলাচলকারী অর্ধশত বাসের প্রতিটি থেকে ১ হাজার টাকা করে চাঁদা দাবি করছে মহাখালী টার্মিনাল বাস মালিক সমিতি।

টাঙ্গাইল বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেন অভিযোগ করে বলেন, ‘আমাদের “দ্রুতযান” নামে বাস আছে ১৪০টি। প্রতিদিন ঢাকা-গোপালপুর রুটে চলাচল করে ৫২টি বাস। কিন্তু সব বাস থেকে ১ হাজার টাকা করে চাঁদা দাবি করছে মহাখালী টার্মিনালের লোকজন। আমরা বলেছি, কোনো চাঁদা দেব না। প্রয়োজনে গাড়ি চালাব না। এ কারণে এখন এই রুটে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।’

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল-গোপালপুর রুটের যাত্রীরা পড়েছেন বিপাকে। অনেকেই বাস না পেয়ে ভিন্ন উপায়ে গন্তব্যে ফিরছেন। তাতে তাঁদের অনেক টাকা খরচ করতে হচ্ছে।

তবে জানতে চাইলে মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজকের পত্রিকার কাছে অভিযোগ সত্য নয় বলে দাবি করেন।

পরকীয়ার অপবাদ দিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, কৌশলে পালিয়ে রক্ষা

ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলন, পাঁচজনকে জরিমানা

সবাইকে নিয়ে নির্বাচন না হলে, নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী

ভূঞাপুরে নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

সখীপুরে অবৈধভাবে মাটি কাটায় এক মাসের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

ঘাটাইলে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবদলের দুই নেতা নিহত

মির্জাপুরে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা

দক্ষিণ আফ্রিকায় মির্জাপুরের যুবককে গুলি করে হত্যা

ভোটের মাঠে: টাঙ্গাইলে নির্বাচনী উত্তাপ

টাঙ্গাইলে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল