হোম > সারা দেশ > টাঙ্গাইল

মির্জাপুরে সবজি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে নারায়ণ সরকার (৫০) নামে এক সবজি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে থানা-পুলিশ গোড়াই নয়াপাড়া এলাকার ফসলি জমি থেকে তাঁর লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম।

নারায়ণ সরকার গোড়াই ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত চানমোহন সরকারের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বুধবার রাত নয়টার দিকে নারায়ণ সরকার নয়াপাড়া রেলক্রসিং এলাকায় চা খেতে যান। রাতে আর বাড়ি ফেরেননি। সকালে স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে গোড়াই নয়াপাড়া্র ফসলি জমি থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। লাশের গায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে।  টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এস এম মনসুর মুসা, মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। খুনের কারণ জানা যায়নি। তবে পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

নির্বাচনে অংশ নিচ্ছে না কৃষক শ্রমিক জনতা লীগ