হোম > সারা দেশ > টাঙ্গাইল

মির্জাপুরে সবজি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে নারায়ণ সরকার (৫০) নামে এক সবজি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে থানা-পুলিশ গোড়াই নয়াপাড়া এলাকার ফসলি জমি থেকে তাঁর লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম।

নারায়ণ সরকার গোড়াই ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত চানমোহন সরকারের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বুধবার রাত নয়টার দিকে নারায়ণ সরকার নয়াপাড়া রেলক্রসিং এলাকায় চা খেতে যান। রাতে আর বাড়ি ফেরেননি। সকালে স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে গোড়াই নয়াপাড়া্র ফসলি জমি থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। লাশের গায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে।  টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এস এম মনসুর মুসা, মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। খুনের কারণ জানা যায়নি। তবে পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

জমি নিয়ে বিরোধের জেরে গুলিবিদ্ধ একজন

হাদি হত্যাকাণ্ডের পেছনে নিঃসন্দেহে স্বরাষ্ট্র উপদেষ্টার দায় আছে: জামায়াত নেতা

টাঙ্গাইলে ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত

পরকীয়ার অপবাদ দিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, কৌশলে পালিয়ে রক্ষা

ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলন, পাঁচজনকে জরিমানা

সবাইকে নিয়ে নির্বাচন না হলে, নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী

ভূঞাপুরে নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

সখীপুরে অবৈধভাবে মাটি কাটায় এক মাসের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

ঘাটাইলে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবদলের দুই নেতা নিহত

মির্জাপুরে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা