হোম > সারা দেশ > টাঙ্গাইল

মির্জাপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

তারিফ। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে রাতভর প্রেমিকার সঙ্গে মোবাইল ফোনে আলাপের পর সকালে পাওয়া গেল তারিফ (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ। বাড়ির পাশে জামগাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

গতকাল বৃহস্পতিবার (২৯ মে) উপজেলা সদরের বাইমহাটি পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। তারিফ (২০) বাইমহাটি গ্রামের সোলাইমান মোল্লা ওরফে আন্ডু মিয়ার ছেলে।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান তারিফ। মোবাইল ফোনে এক মেয়ের সঙ্গে রাতভর কথা বলেন। মেয়েটির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের সদস্যদের অভিযোগ, ওই মেয়ের সঙ্গে কথা বলার একপর্যায়ে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। পরে অভিমান করে রাতের কোনো একসময় সবার অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে মির্জাপুর থানা-পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।

মির্জাপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, বাইমহাটি এলাকার একটি গাছ থেকে যুবকের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন।

ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলন, পাঁচজনকে জরিমানা

সবাইকে নিয়ে নির্বাচন না হলে, নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী

ভূঞাপুরে নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

সখীপুরে অবৈধভাবে মাটি কাটায় এক মাসের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

ঘাটাইলে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবদলের দুই নেতা নিহত

মির্জাপুরে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা

দক্ষিণ আফ্রিকায় মির্জাপুরের যুবককে গুলি করে হত্যা

ভোটের মাঠে: টাঙ্গাইলে নির্বাচনী উত্তাপ

টাঙ্গাইলে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল

নেশার টাকা না পেয়ে বাবাকে হত্যা, ছেলের মৃত্যুদণ্ড