হোম > সারা দেশ > টাঙ্গাইল

মির্জাপুরে বনের ভেতর অবৈধভাবে গড়ে ওঠা ৯ ঘর উচ্ছেদ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

বনের ভেতর অভিযানে নয়টি ঘর উচ্ছেদ করা হয়। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের মির্জাপুরে বনের ভেতর অবৈধভাবে গড়ে উঠা নয়টি ঘর উচ্ছেদ ও এক একর জায়গা উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেকু মেশিন দিয়ে ঘরে ভেঙে দেওয়া হয়।

যৌথ অভিযানে নেতৃত্ব দেওয়া ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান সহকারীসহ বন সংরক্ষক আবু সালেহ, বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মহসীন হোসেন এবং মির্জাপুর সেনা ক্যাম্পের সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল এলাকায় বনের জায়গা দখল করে গত কয়েক মাসে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণ করছিল ওই এলাকার একটি চক্র। বিষয়টি টাঙ্গাইল বন বিভাগের মির্জাপুর রেঞ্জ অফিস জানার পর আজ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে বনবিভাগ।

অভিযানে নয়টি ঘর উচ্ছেদ করা হয়। ছবি: আজকের পত্রিকা

অভিযানে বনবিভাগের জায়গায় গড়ে উঠা নয়টি ঘর এক্সাভেটর দিয়ে ভেঙে দেওয়া হয়। এছাড়া এক একর জমি উদ্ধার করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেন, সরকারি সম্পত্তি উদ্ধারে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন