হোম > সারা দেশ > টাঙ্গাইল

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ-দক্ষিণাঞ্চলের রেল চলাচল ১০ ঘণ্টা পর স্বাভাবিক 

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার সাড়ে ১০ ঘণ্টা পর ঢাকা থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণাঞ্চলগামী রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে লাইনচ্যুত মালবাহী ট্রেনের বগিটি রেললাইন থেকে অপসারণ করা হয়।

পশ্চিম রেলওয়ের অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার লিয়াকত শরীফ বলেন, ‘উত্তরবঙ্গ থেকে মালবাহী ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি কালিহাতীর রাজাবাড়ী রেলক্রসিং পার হওয়ার সময় একটি বগির চারটি চাকাসহ লাইনচ্যুত হয়। পরে সাড়ে ১০ ঘণ্টা পর মঙ্গলবার সকাল ৯টার দিকে বগিটি উদ্ধার করা হয়।’

এর আগে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রাজাবাড়ী রেলক্রসিংয়ে গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে মালবাহী ট্রেন লাইনচ্যুতের ঘটনাটি ঘটে।

টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনের মাস্টার সোহেল জানান, মালবাহী ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। রাজাবাড়ী রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়।

স্থানীয়রা জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন ঢাকার দিকে যাওয়ার সময় কালিহাতী উপজেলার রাজাবাড়ী রেলক্রসিংয়ে পৌঁছালে ১১ নম্বর বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার তৎপরতা শুরু করে। ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় টাঙ্গাইল-ময়মনসিংহ-জামালপুর আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচলও বন্ধ ছিল।

পরকীয়ার অপবাদ দিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, কৌশলে পালিয়ে রক্ষা

ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলন, পাঁচজনকে জরিমানা

সবাইকে নিয়ে নির্বাচন না হলে, নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী

ভূঞাপুরে নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

সখীপুরে অবৈধভাবে মাটি কাটায় এক মাসের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

ঘাটাইলে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবদলের দুই নেতা নিহত

মির্জাপুরে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা

দক্ষিণ আফ্রিকায় মির্জাপুরের যুবককে গুলি করে হত্যা

ভোটের মাঠে: টাঙ্গাইলে নির্বাচনী উত্তাপ

টাঙ্গাইলে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল