হোম > সারা দেশ > টাঙ্গাইল

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ-দক্ষিণাঞ্চলের রেল চলাচল ১০ ঘণ্টা পর স্বাভাবিক 

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার সাড়ে ১০ ঘণ্টা পর ঢাকা থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণাঞ্চলগামী রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে লাইনচ্যুত মালবাহী ট্রেনের বগিটি রেললাইন থেকে অপসারণ করা হয়।

পশ্চিম রেলওয়ের অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার লিয়াকত শরীফ বলেন, ‘উত্তরবঙ্গ থেকে মালবাহী ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি কালিহাতীর রাজাবাড়ী রেলক্রসিং পার হওয়ার সময় একটি বগির চারটি চাকাসহ লাইনচ্যুত হয়। পরে সাড়ে ১০ ঘণ্টা পর মঙ্গলবার সকাল ৯টার দিকে বগিটি উদ্ধার করা হয়।’

এর আগে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রাজাবাড়ী রেলক্রসিংয়ে গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে মালবাহী ট্রেন লাইনচ্যুতের ঘটনাটি ঘটে।

টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনের মাস্টার সোহেল জানান, মালবাহী ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। রাজাবাড়ী রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়।

স্থানীয়রা জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন ঢাকার দিকে যাওয়ার সময় কালিহাতী উপজেলার রাজাবাড়ী রেলক্রসিংয়ে পৌঁছালে ১১ নম্বর বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার তৎপরতা শুরু করে। ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় টাঙ্গাইল-ময়মনসিংহ-জামালপুর আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচলও বন্ধ ছিল।

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন