হোম > সারা দেশ > টাঙ্গাইল

পুকুরে ডুবে পঞ্চাশোর্ধ্ব দুই সহোদর ভাইয়ের মৃত্যু 

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

ঘাটাইল উপজেলার গুইয়াগম্ভীর গ্রামে একটি গভীর জলাশয়ে ডুবে পঞ্চাশোর্ধ্ব দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন শাহজান আলী (৬০) ও নুরুল ইসলাম (৫৫)। দুজনেই কৃষক

মঙ্গলবার (১৪ জুন) বাড়ির পাশের জলাশয়ে তাঁদের মরদেহ ভেসে ওঠে। স্থানীয় সন্ধানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, শাহজাহান আলী ও নুরুল ইসলাম বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে খেতের আল পরিষ্কার করছিলেন। এলাকাটি বেশ নির্জন ও নিচু জলাভূমি। সকালে কাজ করতে গিয়ে দুপুরে খাবার খেতে বাড়িতে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তাঁরা বাড়ি ফিরে যান। বিকেল ৪টার দিকে এলাকাবাসী শাহজাহান আলীর মরদেহ একটি সদ্য খননকৃত পুকুরে ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে এলাকাবাসী পানি থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়। 

শাহজান আলীর স্ত্রী জায়েদা বেগম বলেন, দুই ভাইয়ের কেউই সাঁতার জানতেন না। জায়েদার ধারণা দুই ভাইয়ের মধ্যে কোনো একজন প্রথমে পানিতে ডুবে যান। ভাইকে উদ্ধার করতে গিয়ে অপরজন পানিতে নেমে ডুবে মারা যান। পুকুরটি কমপক্ষে ১০ ফুট গভীর হবে বলে জানান তিনি। 

ঘাটাইল থানার ওসি মো. আজহারুল ইসলাম সরকার বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

রাষ্ট্রের সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন: উপদেষ্টা ফাওজুল কবির

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা