হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ডিবি পরিচয়ে ডাকাতি করতে গিয়ে গ্রেপ্তার ৪ 

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের নাগরপুর ও মানিকগঞ্জের দৌলতপুরে অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ মঙ্গলবার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়। দুপুরে টাঙ্গাইল র‍্যাব-১৪ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি–৩ এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের প্রেস ব্রিফিংয়ে তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচা মারা গ্রামের শেখ মো. সোনা মিয়া (৩৩), একই উপজেলার বাচামারা গ্রামের মো. ঠান্ডু মিয়া (২৫), টাঙ্গাইলের কালিহাতি উপজেলার হরিপুর গ্রামের মো. মোশারফ হোসেন (৩৫) ও বাসাইল উপজেলার কাশিল গ্রামের মো. আকাশ মিয়া (৩৪)।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, এই ডাকাত দলের সদস্যরা নিজেদের ‘ডিবি’ পরিচয় দিয়ে ডাকাতি করতেন। তাঁরা গতকাল সোমবার অস্ত্রের মুখে একটি মাইক্রোবাসের চালককে জিম্মি করে গাড়িতে ওঠে। পরে ওই চালককে রাস্তার মধ্য নামিয়ে দিয়ে মাইক্রোবাসটি নিয়ে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। তখন চালক বিষয়টি র‍্যাবকে অবহিত করেন। র‍্যাব তাৎক্ষণিক অভিযান চালিয়ে মানিকগঞ্জের দৌলতপুর ও টাঙ্গাইলের নাগরপুর থেকে ডাকাতির সঙ্গে জড়িতদের আটক করে।

এ সময় তাদের কাছ থেকে একটি নকল হাতকড়া, একটি পিস্তল সদৃশ বস্তু, একটি চাকু ও পুলিশের ভুয়া ভিজিটিং কার্ড জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন সময় ডাকাতি করার কথা র‍্যাবের কাছে স্বীকার করেছে। তাঁদের বিরুদ্ধে টাঙ্গাইলের নাগরপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

রাষ্ট্রের সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিবেন: উপদেষ্টা ফাওজুল কবির

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা