হোম > সারা দেশ > টাঙ্গাইল

মির্জাপুরে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে গরু চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে গোড়াই ইউনিয়নের বাইমাইল পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মনির মোল্লা ওরফে আবুল মোল্লা ওরফে আকু (৪০)। তিনি পাবনার সুজানগর উপজেলার রায়পুর মাছপাড়া গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে। ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) সূত্রে পুলিশ জানিয়েছে, মনিরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১২-১৪টি মামলা রয়েছে।

বাইমাইল পশ্চিমপাড়ার বাসিন্দা দেওয়ান মো. মিলন বলেন, ‘রাত ৩টার দিকে তিন-চারজন চোরের একটি দল আমাদের গোয়ালঘরের টিন কেটে গরু চুরি করতে ভেতরে প্রবেশ করে। বিষয়টি আমার দাদা বুঝতে পেরে প্রথমে আমার মাকে ডেকে তোলেন। এরপর তাঁরা চোর চোর বলে চিৎকার করলে আমিও ঘর থেকে বের হই। এ সময় চোরের দল দৌড়ে পালিয়ে যেতে পারলেও একজন এলাকাবাসীর হাতে ধরা পড়ে। ক্ষুব্ধ এলাকাবাসী ওই চোরকে পিটুনি দিলে তাঁর মৃত্যু হয়।’

বিষয়টি নিশ্চিত করে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

রাষ্ট্রের সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন: উপদেষ্টা ফাওজুল কবির

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা