হোম > সারা দেশ > টাঙ্গাইল

৫ ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। প্রায় পাঁচ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। 

আজ বুধবার ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পরিবহন চলাচলে ধীরগতির কারণে যানজটের সৃষ্টি হয়। পরে কুয়াশা কেটে যাওয়ায় সকাল সাড়ে ১০টার পর থেকে মহাসড়কে পরিবহন চলাচল স্বাভাবিক হয়। 

এর আগে ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে অধিকাংশ টোল বুথ বন্ধ থাকায় সেতুতে যান চলাচল বিঘ্নিত হয়। এতে গাড়ির চাপ বেড়ে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে টোলপ্লাজার সবগুলো বুথ খুলে দেওয়ার পর মহাসড়কে পরিবহনের চাপ কমতে থাকে। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘সেতুতে সবগুলো টোল বুথ চালু হওয়ায় এবং কুয়াশা কেটে যাওয়ায় মহাসড়কে পরিবহন চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল সাড়ে ১০টার পর থেকে তেমন গাড়ি নেই।’ 

ওসি আরও বলেন, ‘ঘন কুয়াশার কারণে সেতুতে পাঁচটি টোল বুথ বন্ধ রাখা হয়। রাত থেকেই বুথগুলো বন্ধ ছিল। এতে পরিবহনের চাপ বেড়ে যায় মহাসড়কে। ফলে কোথাও কোথাও পরিবহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছিল।’ 

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন