হোম > সারা দেশ > টাঙ্গাইল

পদ জমা দিয়ে তদবিরে আসবেন, দেখব কতটুকু পারেন: আহমেদ আযম খান

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

টাঙ্গাইলের সখীপুরে ডাকবাংলো মাঠে স্থানীয় আজ শুক্রবার বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আহমেদ আযম খান। ছবি: আজকের পত্রিকা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, ‘ইতিমধ্যে অনেক নেতা তদবিরে ব্যস্ত হয়েছেন। থানা, ইউএনও অফিস, এসি ল্যান্ড অফিস ও ঢাকায় তাঁরা তদবিরে ব্যস্ত হয়ে গেছেন। আমি তাঁদের সাবধান করছি, হুঁশিয়ার করছি, যারা তদবির করতে চান, আমার কাছে আসবেন। তবে আপনাদের পদ-পদবি আমার কাছে জমা দিয়ে তদবির করতে আসবেন, দেখব কতটুকু পারেন।’

আজ শুক্রবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ডাকবাংলো মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আযম খান এসব কথা বলেন।

নেতা-কর্মীদের হুঁশিয়ারি দিয়ে দলের প্রবীণ এই নেতা বলেন, ‘পদে থেকে আগামী নির্বাচন পর্যন্ত একটি নেতাও তদবিরে যেতে পারবেন না, কোথাও না। আমি যেন না শুনি, কোনো নেতা থানায় তদবিরে গেছেন। আমি ওসি সাহেবকে বলে যাব, কোনো নেতা থানায় তদবিরে আসবে না। যাঁরা তদবির ও সালিস করবেন, তাঁদের আমি দল থেকে বের করে দেব, প্রয়োজনে পুলিশে দেব।’

আহমেদ আযম খান আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন। এবারের নির্বাচন হবে অত্যন্ত কঠিন। শুধু ঘরে বসে থাকলে হবে না, প্রতিদিন দলের নেতা-কর্মীদের কমপক্ষে ১০ জন ভোটারের কাছে গিয়ে ভোট চাইতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে এই এলাকার মানুষের মরণফাঁদ আটিয়া বন অধ্যাদেশ বাতিলের জন্য উদ্যোগ নেওয়া হবে।’

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজুর সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ, সাবেক সভাপতি খোরশেদ আলম, আমজাদ হোসেন, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর হাশেম প্রমুখ। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রের সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন: উপদেষ্টা ফাওজুল কবির

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা